রামপালে ৮ দলীয় ফুটবল খেলায় বিজয়ী উলুবুনিয়া স্পোর্টিং ক্লাব
এ এইচ নান্টু, বিশেষ প্রতিনিধি।।
বাগেরহাট জেলার রামপালের পেড়িখালিতে ৮ দলীয় ফুটবল টুর্নামেন্টের ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকাল ৪ টায় পেড়িখালি পিইউ মডেল উচ্চ বিদ্যালয় মাঠে উলুবুনিয়া স্পোর্টিং ক্লাব বনাম সিংগাড়বুনিয়া স্পোর্টিং ক্লাবের মধ্যকার খেলায় টাইব্রেকারের মাধ্যমে উলুবুনিয়া স্পোর্টিং ক্লাব জয় লাভ করে। উক্ত খেলায় সেরা খেলোয়াড় হিসাবে মনোনিত হন উলুবুনিয়া স্পোর্টিং ক্লাবের মুক্তার আলী। এন এন্ড বি প্রোপার্টিজের অর্থায়নে আয়োজিত টুর্নামেন্টের সমাপনী অনুষ্ঠানে আওয়ামীলীগ নেতা সিরাজুল আযম দারা ও এন & বি প্রোপার্টিজের সত্বাধীকারী ইতালিয়ান প্রবাসী বাবুল গাজী বিজয়ীদের হাতে ট্রফি তুলে দেন । শিক্ষক খাইরুল ইসলামের সঞ্চালনায় উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন, ফ্রেন্ডস ডট কমের প্রেসিডেন্ট এম আহমেদ রুবেল, মোতাহার হোসেন, হিরক, লিটন সহ স্থানিয় জনপ্রতিনিধি, গণ্যমান্য ব্যক্তিবর্গ, জনসাধারণ, সাংবাদিক প্রমুখ । বাবুল গাজী জানান, এই খেলা আয়োজনের মূল উদ্দেশ্য গ্রামের ঐতিহ্য কে পুনরজ্জিবিত করা, এবং এ ধারা চলমান থাকবে।
লেখাপড়ার পাশাপাশি খেলাধুলার বিকল্প নেই। আমাদের শরীর, মন, স্বাস্থ্য, ঠিক রাখতে হলে নিয়মিত খেলাধুলা করতে হবে। বর্তমানে অধিকাংশ ছেলেমেয়েরা স্কুলে যতটুকু সময় পার করে তার চেয়ে মোবাইলে গেম খেলে। যুব সমাজ আগামীর ভবিষ্যৎ চিন্তা করে পরিবার তথা অভিভাবকদের সতর্কতা অবলম্বন করতে হবে এবং পড়াশোনার পাশাপাশি সন্তানদের নিয়মিত খেলাধুলায় মনোনিবেশ করতে হবে। তাহলে তারা আর ভুল পথে ধাবিত হবে না। এন এন্ড বি প্রোপার্টিজের অর্থায়নে ৮ দলীয় ফুটবল টুনার্মেন্টের সমাপনী অনুষ্ঠানে বক্তারা এসব কথা বলেন।
এসময় খেলার অনুষ্ঠানে বিপুল সংখ্যক উৎসুক জনতা উপস্থিত হয়ে খেলা উপভোগ করেন।
কোন মন্তব্য নেই