নারীদের সামাজিক সুরক্ষার নিশ্চিতে সভা
বাগেরহাট প্রতিনিধি||
বাগেরহাটে স্থানীয় পর্যায়ে নারী ও পিছিয়ে পড়া জনগোষ্ঠীর সামাজিক সুরক্ষা নিশ্চিতকরণে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৭ সেপ্টেম্বর) বিকেলে বাগেরহাট প্রেসক্লাবে বাধন মানব উন্নয়ন সংস্থার আয়োজনে এই সভা হয়।
বাগেরহাট প্রেসক্লাবের সভাপতি নীহার রঞ্জন সাহার সভাপতিত্বে সভায় বক্তব্য দেন, মহিলা বিষয়ক অধিদপ্তর, বাগেরহাটের উপ-পরিচালক সাহেলা পারভীন, সদর উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান রিজিয়া পারভীন, বাগেরহাট মডেল থানার পরিদর্শক (তদন্ত) শিমুল কুমার দাস, বাধন মানব উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক মঞ্জুরুল হাসান মিলন, সদর থানার নারী ও শিশু নির্যাতন সেলের কর্মকর্তা উপ-পরিদর্শক মমতাজ বেগম, বাধনের মুশফিকুর ইসলাম রিতু প্রমুখ।
বক্তারা বলেন, নারী নির্যাতন বন্ধে এবং নারীদের সুরক্ষা নিশ্চিত করতে সরকার বিভিন্ন উদ্যোগ নিয়েছে। বাল্যবিবাহ, যৌতুক, নারী নির্যাতন এসব রক্ষা করতে নারীদের আরও সচেতন হতে হবে। সেই সাথে আইন প্রয়োগকারী সংস্থা ও সংশ্লিষ্ট দপ্তরের সহযোগিতা নেওয়ার আহবান জানান বক্তারা।
সভায় জনপ্রতিনিধি, পুলিশ, সাংবাদিক, শিক্ষক-শিক্ষার্থী, যুব স্বেচ্ছাসেবক, নির্যাতনের শিকার নারী, কিশোরীসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ অংশগ্রহন করেন
কোন মন্তব্য নেই