রামপালে পুলিশের পৃথক অভিযানে তামার তারসহ ২ চোর আটক
এ এইচ নান্টু, বিশেষ প্রতিনিধি ||
রামপাল থানা পু্লিশ পৃথকভাবে অভিযান চালিয়ে রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের অভ্যন্তর থেকে দুই তার চোরকে তারসহ আটক করেছে। এদের বিরুদ্ধে রামপাল থানায় পৃথক দুইটি মামলা দায়ের হয়েছে। আটককৃতদের বাগেরহাটের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। আটককৃতরা হলো রামপাল উপজেলার সাতপুকুরিয়া গ্রামের লিয়াকত হাওলাদারের পুত্র মাহাফুজ হাওলাদার (২৬) ও মোংলা উপজেলার সামসুর রহমান রোডের মৃত শাহাজান হাওলাদারের পুত্র রুবেল হাওলাদার (৩৫)।
জানা গেছে, রামপাল থানা পু্লিশের এসআই জাহিদুর রহমান শুক্রবার বিকাল সাড়ে ৫ টায় তাপবিদ্যুৎ কেন্দ্রের অভ্যন্তরের শ্রমিক কলোনির পাশে অভিযান চালান। ওই সময় ৯০ কেজি তামার তারসহ মাহাফুজকে আটক করেন। ওই সময় চুরির সাথে জড়িত আরও ৪ আসামীসহ অজ্ঞাত ৭/৮ জন পালিয়ে যায়। গত ২৮ জুলাই অপর এক চুরি মামলার আসামী রুবেল হাওলাদার কে রামপালের তাপবিদ্যুৎ কেন্দ্রের পাশ থেকে আটক করে পু্লিশ।
রামপাল থানার ওসি এস, এম আশরাফুল আলম মালামালসহ দুই পেশাধারী চোর আটক এবং আদালতে প্রেরণের বিষয়টি নিশ্চিত করেছেন।
কোন মন্তব্য নেই