Header Ads

Header ADS

রামপালে মৎস্য ঘের লুট, চাদাঁবাজী, ভয়ভীতি প্রদানে দ্রুত বিচার আইনের মামলায় আটক-২


 


 এ এইচ নান্টু, বিশেষ প্রতিনিধি  || 

বাগেরহাটের রামপালে মৎস্য ঘের লুট, চাদাঁবাজী, ভয়ভীতি প্রদান ও অরাজক পরিস্হিতি সৃষ্টির অভিযোগে থানায় দ্রুত বিচার আইনে একটি মামলা দায়ের হয়েছে। শুক্রবার (১৮ আগষ্ট) রাতে মামলাটি করেছেন উপজেলার তালবুনিয়া গ্রামের ইমাম হোসেনের স্ত্রী শিউলী বেগম।

এজাহার সূত্রে জানাগেছে, উপজেলার তালবুনিয়া গ্রামের শহীদ শেখের পুত্র আরিফ বিল্লাহ (৩৫) ও মো. হাসমত শেখের পুত্র সৈকত শেখ (২৪) সহ কয়েকজন শুক্রবার (১৮ আগষ্ট) সকাল সাড়ে ১০ টা থেকে বিকাল ৫ টা পর্যন্ত শিউলী বেগমদের মৎস্যঘেরে গিয়ে চাদাঁবাজী, ত্রাস সৃষ্টি, জীবন নাশের হুমকি ও ভয়ভীতি প্রদর্শন করে করেন। 

এ ঘটনায় ভুক্তভোগী ওই দিন রাতে রামপাল থানায় দ্রুত বিচার আইনে একটি মামলা করেন। পু্লিশ তাৎক্ষণিকভাবে ওই রাতেই আসামী আরিফ বিল্লাহ ও সৈকতকে আটক করে। তাদের কাছ থেকে রাম দা, ছোরা ও লাঠিসোটা জব্দ করে পু্লিশ। শনিবার (১৮ আগষ্ট) বেলা ১১ টায় ওই দুই আসামীকে গ্রেফতার দেখিয়ে বাগেরহাটের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। 

এ বিষয়ে রামপাল থানার ওসি এস, এম আশরাফুল আলমের কাছে জানতে চাইলে তিনি মামলা দায়ের, আসামীদের আটক ও আদালতে প্রেরণের বিষয়টি নিশ্চিত করেছেন।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.