রামপালে উপমন্ত্রী হাবিবুন নাহারের পোনামাছ অবমুক্তকরণ
এ এইচ নান্টু, বিশেষ প্রতিনিধি ||
বাগেরহাটের রামপালে উপমন্ত্রী হাবিবুন নাহার নির্বাচিত জলাশয় সমুহে পোনামাছ অবমুক্ত করেছেন। বুধবার (১৬ আগষ্ট) বেলা ১২ টায় উপজেলা পরিষদের পুকুরে ২০২৩-২০২৪ অর্থ বছরে রাজস্ব বরাদ্দের আওতায় এসব পোনামাছ অবমুক্ত করা হয়েছে।
পোনামাছ অবমুক্তকরণ অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, রামপাল উপজেলা পরিষদের চেয়ারম্যান সেখ মোয়াজ্জেম হোসেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজিবুল আলম, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শেখ সালাউদ্দীন দিপু, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মোহাম্মদ সাইদুর রহমান রেজা, রামপাল থানার অফিরার ইন-চার্জ এস, এম আশরাফুল আলম, প্রেসক্লাব রামপাল এর সভাপতি এম, এ সবুর রানা, সিনিয়র সহসভাপতি মোতাহার মল্লিক, সাধারণ সম্পদক সুজন মজুমদার, মো. মেহেদী হাসান প্রমুখ।
নির্বাচিত ২২ টি পুকুর ও জলাশয়ে ২ হাজার ৩৬৭ কেজি পোনা অবমুক্ত করা হয়েছে বলে নিশ্চিত করেছেন সিনিয়র ওই মৎস্য কর্মকর্তা সাইদুর রহমান রেজা।
কোন মন্তব্য নেই