রামপালে টানা বৃষ্টিতে ভেসে গেছে মাছের ঘের ও বসতবাড়ি
টানা বৃষ্টি ও বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপের প্রভাবে জোয়ারের পানিতে বাগেরহাটের সুন্দরবনসহ নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। এতে ভেসে গেছে চার শতাধিক মাছের ঘের, কয়েকশ ঘরবাড়ি ও রাস্তাঘাট। পানিবন্দি হয়ে পড়েছে কয়েক হাজার মানুষ। ব্যাহত হচ্ছে স্বাভাবিক জীবনযাত্রা। প্রয়োজন ছাড়া মানুষজন ঘর থেকে বের হচ্ছেন না। সবচেয়ে বিপাকে পড়েছে দিনমজুর ও নিম্নআয়ের মানুষ।
স্থানীয়রা জানান, বাগেরহাটসহ উপকূলীয় এলাকায় গত কয়েকদিন ধরে থেমে থেমে হালকা থেকে মাঝারি কখনও ভারী বৃষ্টিপাত হচ্ছে। সেইসঙ্গে জোয়ারের পানি বাড়ছে। তলিয়ে গেছে মাছের ঘের ও পুকুর। উপকূলীয় উপজেলা মোংলার পশুর নদীর পানি স্বাভাবিক জোয়ারের চেয়ে কমপক্ষে চার ফুট বেড়েছে। ফলে রামপাল মোংলা উপজেলা সদরসহ নদী তীরবর্তী গ্রামগুলো প্লাবিত হয়ে স্বাভাবিক জীবনযাত্রা বিপর্যস্ত হয়ে পড়েছে। লঘুচাপের প্রভাবে জোয়ারের পানিতে রামপাল উপজেলার বিভিন্ন এলাকা প্লাবিত হয়েছে। শতাধিক চিংড়ি ঘের ভেসে গেছে এবং বাড়িঘরে পানি ঢুকেছে। এতে চিংড়ি ঘের মালিকরা ক্ষতিগ্রস্ত হয়েছেন।
রামপাল উপজেলার ভোজপাতিয়া ইউনিয়ন, বাঁশতলী ইউনিয়ন, পেড়িখালী ইউনিয়ন, রামপাল সদর ইউনিয়ন, হুড়কা ইউনিয়ন, রাজনগর ইউনিয়ন, বাইনতলা ইউনিয়ন ও গৌরম্ভা ইউনিয়নের শতাধিক ঘেরের মাছ ভেসে গেছে। এছাড়া বাড়িঘরে পানি ঢুকেছে। এতে ক্ষতিগ্রস্ত হয়েছেন চাষি ও স্থানীয়রা।
হিমেল রাব্বি সোহান/নিজস্ব সংবাদদাতা
কোন মন্তব্য নেই