Header Ads

Header ADS

১১জেলে সহ ৫ দিন সাগরে ভেসে থাকা ট্রলার উদ্ধার



মোঃনূর আলম(বাচ্চু),মোংলা প্রতিনিধিঃ

ইঞ্জিন বিকল হয়ে একটি মাছ ধরা ট্রলার ১১ জেলেকে নিয়ে পাঁচ দিন বঙ্গোপসাগরে ভাসছিল। শুক্রবার (৪ আগস্ট) বেলা সাড়ে ১১টায় তাদের বঙ্গোপসাগরের জেফোড পয়েন্টের কাছ থেকে উদ্ধার করে কোস্টগার্ড পশ্চিম জোন। ওই ট্রলারের জেলেদের বাড়ি বরগুনার পাথরঘাটা উপজেলায়।

কোস্টগার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার আব্দুর রহমান জানান, বৃহস্পতিবার (৩ আগস্ট) রাত ২টায় পাথরঘাটার সাংবাদিক জসিম এবং স্থানীয় মৎস্য সমিতির সভাপতি মোস্তফা চৌধুরীর দেওয়া তথ্যে তারা জানতে পারেন ‘এমভি জোবায়েদ’ নামে একটি ফিশিং ট্রলার ইঞ্জিন বিকল হয়ে জেফোড পয়েন্টের কাছাকাছি ভাসছে। গত ২৯ জুলাই ওই ফিশিং ট্রলারটি বরগুনার পাথরঘাটা উপজেলা থেকে ১১ জেলেসহ মাছ ধরার জন্য সমুদ্রে যায়। গত ৩০ জুলাই সকাল আনুমানিক ৯টায় ইঞ্জিন বিকল হয়ে পড়লে ট্রলারটি সাগরে ভাসতে থাকে।

শুক্রবার (৪ আগস্ট) কোস্টগার্ড পশ্চিম জোনের (মোংলা সদর দফতর) উদ্ধারকারী দল অভিযান পরিচালনা করে ট্রলার এবং ১১ জন জেলেকে নিরাপদে কোস্টগার্ডের দুবলা স্টেশনে নিয়ে আসে। তাদের খাবার এবং প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। উদ্ধার ১১ জেলেকে মালিকপক্ষের কাছে হস্তান্তর কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান তিনি।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.