Header Ads

Header ADS

মোল্লাহাটে বিভিন্ন কর্মসূচিতে জাতীয় শোক দিবস পালন




মোল্লাহাট (বাগেরহাট) প্রতিনিধিঃ


 বাগেরহাটের মোল্লাহাটে বিভিন্ন কর্মসূচিতে জাতীয় শোক দিবস ১৫ আগস্ট ২০২৩ পালিত হয়েছে। উপজেলা প্রশাসনের আয়োজনে দিবসটি পালনের শুরুতে উপজেলা পরিষদ চত্বরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করে উপজেলা পরিষদ ও উপজেলা প্রশাসন। এরপর পর্যায়ক্রমে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করে উপজেলা আওয়ামীলীগ, মুক্তিযোদ্ধা কমান্ড, মোল্লাহাট থানা পুলিশ, যুবলীগ, ছাত্রলীগ, প্রেসক্লাব মোল্লাহাট, সরকারি জাতির জনক বঙ্গবন্ধু মহিলা মহাবিদ্যালয়, কেআর কলেজ, সরকারি ওয়াজেদ মেমোরিয়াল মাধ্যমিক বিদ্যালয়, লুৎফর রহমান বিএম কলেজ, শহীদ হেমায়েত উদ্দিন মাধ্যমিক বালিকা বিদ্যালয়, পল্লীবিদ্যুৎ মোল্লাহাট জোনাল অফিস, সোনালী ব্যাংক মোল্লাহাট শাখা সহ বিভিন্ন প্রতিষ্ঠান ও ব্যক্তি।

এরপর বিশাল এক শোক র‍্যালি প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে শুরুর স্থল উপজেলা পরিষদ চত্বরে ফিরে শেষ হয়। পরে উপজেলা পরিষদ মিলনায়তনে শোক দিবসের আলোচনা অনুষ্ঠিত হয়।


উপজেলা নিবার্হী কর্মকর্তা শোভন সরকারের সভাপতিত্বে সকল অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন, উপজেলা চেয়ারম্যান শাহীনুল আলম ছানা। উপস্থিত ছিলেন, অবসরপ্রাপ্ত যুগ্মসচিব আওয়ামীলীগ নেতা এম ডি আল আমিন, সহকারী কমিশনার (ভূমি) তাহমিনা সুলতানা নীলা, ভাইস চেয়ারম্যান মোঃ সেলিম মোল্লা, থানা অফিসার ইনচার্জ সোমেন দাশ, উপজেলা কৃষি কর্মকর্তা অনিমেষ বালা, মৎস্য কর্মকর্তা মোঃ আব্দুস সালাম, উপজেলা স্বাস্থ্য ও পঃপঃ কর্মকর্তা ডাঃ মোছাঃ মাহফুজা খাতুন, অধ্যক্ষ এল জাকির হোসেন, আওয়ামীলীগ নেতা ইউপি চেয়ারম্যান এস এম সাইকুল আলম, শিকদার উজির আলী, শেখ রেজাউল কবির, রফিকুল ইসলাম, হাসান মোল্লা হায়দার, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার মোস্তাফিজুর রহমান

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.