Header Ads

Header ADS

বাগেরহাটে মৎস্য চাষে নারী উদক্তা বৃদ্ধিতে কর্মশালা




বাগেরহাট সদর প্রতিনিধিঃ

বাগেরহাটে মৎস্য চাষে নারীদের অংশগ্রহন বৃদ্ধিতে বাগেরহাটে কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (০৮ আগস্ট) দুপুরে বাগেরহাট চিংড়ি গবেষনা কেন্দ্রে জেলা মৎস কর্মকর্তা এএসএ রাসেলের সভাপতিত্বে  কর্মশালা অনুষ্ঠিত হয়। কর্মশালায় প্রধান অতিথি ছিলেনমৎস্য অধিদপ্তর, খুলনার উপপরিচালক মোঃ জাহাঙ্গীর আলম।বিশেষ অতিথি ছিলেন চিংড়ি গবেষনা কেন্দ্রের মূখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা মোঃ হারুন অর রশিদ, উপকুলের মৎস জীবিদের জিবন মান ন্নয়ন প্রকল্পের উপ-প্রকল্প পরিচালক সরজ কুমার মিস্ত্রী প্রমুখ। কর্মশালায় অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন, বাগেরহাট প্রেসক্লাবের সবাপতি নীহার রঞ্জন সাহা, বাগেরহাট সদর উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা ফেরদাউস আনছারি প্রমুখ।

বক্তারা বলেন, নারীদের আর্থিক ক্ষমতায়ন নিশ্চিত করতে চিংড়ি চাষ অনেক বড় ভুমিকা রাখতে পারে। পুরুষের পাশাপশি নারী চিংড়ি চাষীদের দক্ষ করার জন্য মৎস্য অধিদপ্তর প্রশিক্ষনের ব্যবস্থা করেছে। এছাড়া নারী চিংড়ি চাষীদের সাবলম্বী করতে মৎস্য অধিদপ্তরের নানা পরিকল্পনা রয়েছে বলে জানান বক্তারা। কর্মশালায় জেলার বিভিন্ন এলাকা থেকে আসা নারী চিংড়ি চাষী, মৎস্য অধিদপ্তরের কর্মকর্তা-কর্মচারী ও বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীরা অংশগ্রহন করেন।

শেখ শামীম হাসান / বাগেরহাট সদর 

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.