Header Ads

Header ADS

বাগেরহাটে শহীদ ক্যাপ্টেন শেখ কামালের ৭৪তম জন্মদিন উদযাপন




বাগেরহাট সদর প্রতিনিধিঃ



বাগেরহাটে নানা আয়োজনে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জ্যেষ্ঠ পুত্র বীর মুক্তিযোদ্ধা শহীদ ক্যাপ্টেন শেখ কামালের ৭৪তম জন্মদিন উদযাপিত হয়েছে। শনিবার (০৫ আগস্ট) সকাল সাড়ে ৯টায় বাগেরহাট শহরের কেন্দ্রীয় শহীদ মিনারের পাশে অস্থায়ী বেদীতে শেখ কামালের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন জেলা প্রশাসন। পরে জেলা আওয়ামীলীগ, ছাত্রলীগ, যুবলীগ, মহিলা যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, জেলা মুক্তিযোদ্ধা সংসদসহ শহরের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করে।

এসময় বাগেরহাটের জেলা প্রশাসক মোহা. খালিদ হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) হাফিজ আল আসাদ, জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আইনজীবী ভূঁইয়া হেমায়েত উদ্দিন, যুগ্ম সাধারণ সম্পাদক সরদার ফকরুল আলম সাহেব, জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সরদার নাহিয়ান আল সুলতান ওশানসহ প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এর আগে জেলা আওয়ামীলীগ শহরের রেলরোডের দলীয় কার্যালয়ে শেখ কামালের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান নেতাকর্মীরা।

এদিকে শেখ কামালের জন্মদিন উপলক্ষে চিত্রাঙ্কণ ও রচনা প্রতিযোগিতা, তার জীবনী নিয়ে আলোচনা সভা, দোয়া মাহফিল, বৃক্ষরোপণ, প্রীতি ফুটবল ম্যাচসহ নানা অনুষ্ঠানের আয়োজন করেছে জেলা প্রশাসন ও আওয়ামীলীগ।

অন্যদিকে বীর মুক্তিযোদ্ধা শহীদ ক্যাপ্টেন শেখ কামালের ৭৪তম জন্মদিন জেলার প্রতিটি উপজেলায় একই ধরণের কর্মসূচি পালিত হয়েছে।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.