Header Ads

Header ADS

অনির্দিষ্টকালের জন্য প্রশাসনিক কার্যক্রম বন্ধ ঘোষণা বাগেরহাট ম্যাটস শিক্ষার্থীদের



বাগেরহাট প্রতিনিধিঃ


চারদফা দাবিতে অনির্দিষ্টকালের জন্য প্রশাসনিক কার্যক্রম বন্ধ ঘোষণা করেছেন বাগেরহাটের ম্যাটস শিক্ষার্থীরা। রবিবার দুপুরে বাগেরহাট মেডিকেল অ্যাসিস্ট্যান্ট ট্রেনিং স্কুল (ম্যাট্স) শিক্ষার্থীরা প্রশাসনিক ভবনের মেইন গেটে তালা লাগিয়ে দেয় এবং অনির্দিষ্টকালের জন্য প্রশাসনিক কার্যক্রম বন্ধ ঘোষণার সাইনবোর্ড টানিয়ে দেয় আন্দোলনরত শিক্ষার্থীরা। 

এসময় আন্দোলনরত শিক্ষার্থীদের সাথে কথা বলে জানা যায় তাদের ন্যায্য চারদফা দাবি মেনে না নেওয়া পর্যন্ত তারা কোন প্রকার প্রশাসনিক কার্যক্রম চলতে দিবেনা। প্রয়োজনে আন্দোলন আরো তীব্র থেকে তীব্রতর হবে বলে ঘোষনা দেন আন্দোলনরত শিক্ষার্থীরা। উল্লেখ্য গত ১৬ ই আগষ্ট থেকে চারদফা দাবিতে আন্দোলন করে আসছে শিক্ষার্থীরা।

ম্যাটস শিক্ষার্থীদের দাবিগুলো হচ্ছে- অনতিবিলম্বে ইন্টার্নশিপ বহাল রেখে কোর্স কারিকুলাম সংশোধন চাই। এ্যালাইড হেলথ বোর্ড বাতিল করে অবিলম্বে ‘মেডিকেল এডুকেশন বোর্ড অব বাংলাদেশ’ নামে স্বতন্ত্র বোর্ড গঠন করা। কর্মসংস্থান সৃষ্টি ও অনতিবিলম্বে নিয়োগ দেয়া। বঙ্গবন্ধুর পঞ্চবার্ষিকী পরিকল্পনা অনুযায়ী উচ্চ শিক্ষার সুযোগ প্রদান।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.