Header Ads

Header ADS

মোল্লাহাটে ইউএনওর বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত

                        


মোল্লাহাট প্রতিনিধি:


বাগেরহাটের মোল্লাহাটে মুক্তিযোদ্ধা কমান্ডের পক্ষ থেকে উপজেলা নিবার্হী কর্মকর্তা খন্দকার রবিউল ইসলামকে বিদায় সংবর্ধনা প্রদান করা হয়েছে। সম্প্রতি উপজেলা নির্বাহী কর্মকর্তা থেকে পদোন্নতি জনিত বদলি ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের জাতীয় দক্ষতা উন্নয়ন কর্তৃপক্ষের উপ-পরিচালক হিসেবে ন্যস্তের সরকারি প্রজ্ঞাপন জারি হওয়ায় এ বিদায় সংবর্ধনা প্রদান করা হয়।





 উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের আয়োজনে উক্ত সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য দেন সংবর্ধিত অতিথি উপজেলা নিবার্হী কর্মকর্তা খন্দকার রবিউল ইসলাম। এছাড়া বক্তব্য দেন ও উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তার সহধর্মিণী সামিরা খন্দকার, সহকারী কমিশনার (ভূমি) তাহমিনা সুলতানা নীলা, থানা অফিসার ইনচার্জ সোমেন দাশ, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার মোস্তাফিজুর রহমান বিশ্বাস, সোনালী ব্যাংকের ব্যবস্থাপক রবীন্দ্র নাথ দত্ত, আওয়ামীলীগ নেতা মনিরুজ্জামান চৌধুরী, প্রেসক্লাব মোল্লাহাটের সাধারণ সম্পাদক এম এম মফিজুর রহমান, বীর মুক্তিযোদ্ধা মোঃ সিরাজুল ইসলাম ছিনু, ফকির দ্বিন মোহাম্মদ, পিন্টু শেখ, প্রেসক্লাব মোল্লাহাটের সহ-সভাপতি শরীফ মাসুদুল করিম, নির্বাহী সদস্য আরিফুল ইসলাম রিয়াজ সাংবাদিক আবদুল্লাহ ফারুক প্রমুখ।

শরীফ মাসুদুল করিম/মোল্লাহাট

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.