Header Ads

Header ADS

ফকিরহাটে ট্রাকের ধাক্কায় কিশোর শ্রমিকের মৃত্যু

 









বাগেরহাট প্রতিনিধি:


বাগেরহাটের ফকিরহাটে মহাসড়ক সংস্কারের সময় ট্রাকের ধাক্কায় সজিব শেখ (১৭) নামের এক কিশোর শ্রমিকের মৃত্যু হয়েছে। সোমবার (৩১ জুলাই) সকাল সাড়ে ১০টার দিকে খুলনা-মাওয়া মহাসড়কের ফকিরহাট উপজেলার পিলজংগ এলাকায় কাজ করার সময় খুলনাগামী একটি মালবাহী ট্রাক সজিবকে সজোরে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই সজিবের মৃত্যু হয়। পুলিশ ঘটনাস্থল থেকে নিহতের মরদেহ উদ্ধার করেছে। ট্রাক জব্দ এবং চালক রুহুল আমীনকে আটক করেছে পুলিশ।

নিহত সজিব খুলনার পাইকগাছার উপজেলার কপিলমুনি এলাকার রুস্তম আলীর ছেলে।

মোল্লাহাট হাইওয়ে থানা পুলিশের সার্জেন্ট মো. কামরুজ্জামান বলেন, খবর পেয়ে নিহতের মরদেহ উদ্ধার করা হয়েছে। ট্রাক জব্দ ও চালক রুহুল আমিনকে আটক করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

বাগেরহাট সদর/শেখ শামীম হাসান

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.