মোবাইল জার্নালিজম কি? কিভাবে মোবাইল সাংবাদিক হওয়া সম্ভব?
মোবাইল জার্নালিজম কি? কিভাবে মোবাইল সাংবাদিক হওয়া সম্ভব?
মোবাইল জার্নালিজম:
মোবাইল সাংবাদিকতা বর্তমানে দ্রুত এবং জনপ্রিয় একটি সংবাদ মাধ্যম যার সহায়তায় প্রতিবেদক বিভিন্ন ধরনের বহনযোগ্য ইলেক্ট্রনিক যন্ত্র ব্যবহার করে এবং ইন্টারনেটের সহায়তায় সংবাদ তৈরি, সম্পাদনা এবং নিজের কমিউনিটিতে দ্রুত ভাগাভাগি করতে পারে।
যেভাবে মোবাইল সাংবাদিক হওয়া সম্ভবঃ
যদি আপনার কাছে একটি স্মার্টফোন থাকে। হোক সেটা যে কোনো ব্রান্ডের। যদিও আমরা অনেকে অর্থনৈতিকভাবে সচ্ছল নই। এক্ষেত্রে যারা অর্থনৈতিকভাবে সচ্ছল নই, তারা ব্যবহার করতে পারি স্বল্প দামের অ্যানড্রয়েড মোবাইল সেট। এখন অবশ্য প্রত্যেকটি অ্যানড্রয়েড মোবাইল সেটে নানান সুবিধা দেওয়া থাকে। যুক্ত করা যায় বিভিন্ন অ্যাপ। এসব অ্যাপ দিয়ে সহজেই কাঙ্খিত কাজগুলো সারা যায়। বর্তমানে ৬ হাজার টাকা থেকে ওপরের দামের সবকটি মোবাইল সেট টাচ বা অ্যানড্রয়েড হিসেবে দেখা যায়। এসব মোবাইল দিয়েও গণমাধ্যমের কাজ করা যাবে।
মিডিয়ায় কাজ করতে স্মার্ট ফোনে যা থাকা জরুরি : স্মার্টফোন কেনার আগে দেখতে হবে সেটটির ক্যামেরার রেজল্যুশন কেমন। রেজল্যুশন কত। আলোকচিত্র পরিষ্কার কি না। কেননা এই ক্যামেরা দিয়েই বিভিন্ন পরিবেশে অবস্থান করে ছবি তুলতে হবে। জানতে হবে কখন ক্যামেরায় ফ্ল্যাশ মারতে হবে। অবশ্য প্রায় সব অ্যানড্রয়েড বা স্মার্টফোনের ক্যামেরার সঙ্গে ফ্ল্যাশ যুক্ত থাকে। তাই হাইরেজল্যুশন সম্পন্ন ক্যামেরা মোবাইল নিলে কাঙ্খিত ঝকঝকে ছবি ও ভিডিও বেশ গুরুত্ব বহন করবে।
যোগ দিন মোবাইল সাংবাদিকতায় : হাতে হাতে যখন নানান ব্রান্ডের মোবাইল ফোন। সময়ের অনুপম সঙ্গী হচ্ছে এই মোবাইল। আজ মোবাইল প্রযুক্তি হচ্ছে বিশ্বের সবচেয়ে শক্তিশালী নেটওয়ার্ক। কেননা এই মোবাইল ফোন দিয়ে একাধারে ভয়েস কল, এমএমএস, এসএমএস এবং ইন্টারনেট ব্যবহারের কারণে ফেসবুক, টুইটার, ভাইভারের মতো সোস্যাল নেটওয়ার্ক কানেক্টিভিটি আর অনলাইন নিউজ পোর্টাল, অনলাইন ও মোবাইল টিভি, মেইল আদান প্রদানসহ অপার সুবিধা যুক্ত হয়েছে মোবাইলে ইন্টারনেট যুক্ত হওয়ায়। বাংলাদেশ সরকার আইসিটি অর্থাৎ তথ্যপ্রযুক্তির ওপর গুরুত্ব দিয়েছেন ডিজিটাল বাংলাদেশ গড়ার। সেক্ষেত্রে গণমাধ্যমের নতুন মিডিয়া হিসেবে মোবাইল সাংবাদিকতা এখন সময়ের অপার চাহিদা হয়ে দাঁড়াবে। তাই যার হাতে রয়েছে একটি স্মার্ট বা অ্যানড্রয়েড মোবাইল ফোন। তিনিই শুরু করতে পারেন মোবাইল সাংবাদিকতা। সাধারণ নাগরিক থেকেই আসা যাবে এই পেশায়।
কীভাবে হবেন মোবাইল সাংবাদিক : এবার প্রস্তুত হন আপনার হাতের স্মার্টফোনটি নিয়ে। চোখ মেলে তাকান আপনার চারপাশে ঘটছে নানা ঘটনা। দুর্ঘটনা, বাল্যবিবাহ, নারী নির্যাতন, খুন-ধর্ষণ, ঘুষ-দুর্নীতি, অনিয়ম, রাজনীতি, অর্থনীতি, সাদামনের মানুষসহ নানা ঘটনাগুলো চিহ্নিত করুন। আপনার চোখের সামনেই ঘটছে এগুলোর কোনো না কোনো একটি। আপনার চোখের সামনে ঘটে যাওয়া ঘটনাটিই মোবাইল ধারণ করুন। মোবাইলটাই আপনার ক্যামেরা। ক্যামেরায় ছবি অথবা ভিডিও করে ফেলুন। এরপর ঘটনাটির ওপর একটা শর্ট মেসেজ (খুদে বার্তা) টাইপিং করুন। ঘটনাটি কখন, কোথায়, কীভাবে সংঘটিত হয়েছে এর একটা বিবরণ টাইপ করুন। টাইপিং হয়ে গেলে সংবাদটি আপনার এলাকায় মিডিয়ার সঙ্গে জড়িত রয়েছেন এমন কাউকে শেয়ার করতে পারেন ভয়েস কলের মাধ্যমে। অথবা সংবাদটি সামাজিক যোগাযোগ সাইট ফেসবুকেও পোস্ট করতে পারেন।
কোন মন্তব্য নেই