রামপালে মদিনাতুল উলুম মাদ্রাসা ও ইয়াতিমখানার সভাপতি নির্বাচিত হলেন খৈয়াম হোসেন
রামপাল, বাগেরহাট প্রতিনিধিঃ
বাগেরহাটের রামপালে মদিনাতুল উলুম মাদ্রাসা ও ইয়াতিমখানার ত্রি-বার্ষিক সম্মেলনে সভাপতি নির্বাচিত হয়েছেন বিশিষ্ট সমাজসেবক খৈয়াম হোসেন খিজির। ২ নভেম্বর বুধবার সকাল ১০.০০ টায় মাদরাসা কক্ষে উক্ত সম্মেলন সম্মাননা ও পরিচিতি সভা অনুষ্ঠিত হয়।
সম্মেলনে রামপাল সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ মোঃ মজনুর রহমান এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে বক্তব্য দেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ নাজিবুল আলম, সম্মানীত অতিথি হিসেবে বক্তব্য দেন অতিরিক্ত পুলিশ সুপার, রামপাল-মোংলা সার্কেল মোঃ আসিফ ইকবাল, উপজেলা স্বাস্থ্য ও পঃ পঃ কর্মকর্তা সুকান্ত কুমার পাল, রামপাল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ সামছুদ্দীন, সদর ইউপি চেয়ারম্যান শেখ নাসির উদ্দিন, সমাজসেবা কর্মকর্তা মোঃ শাহীনুর রহমান ও উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি আলহাজ্ব মোঃ আকবর আলী।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যবসায়ি নাজমুল হাসান রিয়াজ, ডাঃ এমদাদুল হক, আলহাজ¦ নুরুল ইসলাম মল্লিক, শেখ আবু দাউদ, স্থানীয় ব্যক্তিবর্গসহ সাংবাদিকবৃন্দ ও মাদ্রাসার শিক্ষকগণ।
এ সময় মাদ্রাসার সাবেক সভাপতি মোঃ মজনুর রহমান ৩ বছরের জন্য মোঃ খিয়াম হোসেন খিজিরকে সভাপতি ও মোঃ আলমগীর ফকিরকে সাধারণ সম্পাদক করে ১৮ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষনা করেন। অনুষ্ঠান শেষে অতিথিদের মাঝে সম্মাননা স্মারক প্রদান করা হয়।
কোন মন্তব্য নেই