রামপালে দুই মিষ্টির দোকানে ভ্রাম্যমাণ আদালতের জরিমানা
রামপাল প্রতিনিধিঃ বাগেরহাটের রামপালে ফয়লা বাজারে দুই মিষ্টি দোকানে ভ্রাম্যমাণ আদালতে মাধ্যমে জরিমানা আদায় করেছেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার ভূমি শেখ সালাউদ্দিন দীপু। সোমবার বেলা ১২টায় উপজেলার ফয়লা বাজারে সাতক্ষীরা ঘোষ ডেয়ারী ও ভাই ভাই ঘোষ ডেয়ারীতে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে অভিযান চালিয়ে সাতক্ষীরা ঘোষ ডেয়ারীকে ২৫,০০০ হাজার টাকা ও ভাই ভাই ঘোষ ডেয়ারীকে ১০,০০০ হাজার টাকা জরিমানা আদায় করেন।
এসময় নির্বাহী ম্যাজিস্ট্রেট জানান দীর্ঘদিন ধরে কয়েকটি মিষ্টির দোকানে অস্বাস্থ্যকর পরিবেশে মিষ্টি তৈরী ও বিক্রি হচ্ছে এমন সংবাদের ভিত্তিতে ফয়লা বাজারে সাতক্ষীরা ঘোষ ডেয়ারী ও ভাই ভাই ঘোষ ডেয়ারীতে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে অভিযান পরিচালনা করি। এসময় ঘোষ ডেয়ারীর কারখানা গুলো নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশ এবং সাতক্ষীরা ঘোষডেয়ারীতে বিক্রয়ের উদ্দেশ্য পচা মিষ্টি রাখার অপরাধে এ জরিমানা করা হয়।
এসময় উপস্থিত ছিলেন,
বাগেরহাট
নিরাপদ খাদ্য অফিসার মোঃ আব্দুল্লাহ আল মামুন, রামপাল উপজেলা এমটি (এসআই) মনজুশ্রী
মল্লিক, ও
এসআই বজলুর রশীদ সহ রামপালে কর্মরত সাংবাদিকবৃন্দ।
এসময়ে ফয়লা বাজারের উপস্থিত জনসাধারণের কাছে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে জরিমানার বিষয়ে জানতে চাইলে তারা জানান এমন অভিযান পরিচালনার জন্য উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেটকে ধন্যবাদ।তারা আরো বলেন আমাদের দীর্ঘদিন ধরে এসব পচা ও বাসী মিষ্টি খাওয়ানো হচ্ছে, এবং কারখানাগুলো নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশ । উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট কিছুদিন পরপর এমন অভিযান পরিচালনা করলে কারখানাগুলো নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশ থাকবেনা বলে আশাকরেন।
কোন মন্তব্য নেই