Header Ads

Header ADS

রামপালে হিরোইনসহ দুই মাদক ব্যাবসায়ী গ্রেফতার

 

রামপাল প্রতিনিধিঃ বাগেরহাটের রামপালে হিরোইন সহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। গতকাল শুক্রবার বিকেলে এসআই দেলোয়ার ও ওসি তদন্ত রাধেশ্যাম সরকারের নেতৃত্বে মাদকগুলো জব্দ ও আসামীদের আটক করা হয়। 

আটক মাদক ব্যবসায়ীরা হলেন উপজেলার মানিকনগর গ্রামের শহিদ মোড়ল এর পুত্র বিল্লাল মোড়ল (৩৫) ও হালিম শেখ এর পুত্র জসিম শেখ (২৫) রামপাল থানার (ওসি) মো. সামসুদ্দিন জানান, গোপন সংবাদের ভিত্তিতে মাদক কেনাবেচার খবর পেয়ে গতকাল শুক্রবার বিকেলে উপজেলার উজলকুড় ইউনিয়ের মানিকনগর গ্রামে অবস্থান নেয় পুলিশ। 


এ সময় সংবাদ আসে ১নং আসামীর বাড়ির সামনে মাদক কেনাবেচা চলছে এসময় সেখানে অভিযান চালিয়ে আসামি বিল্লাল এর শরীর তল্লাশি করে ২৫০ পুরিয়া এবং জসিম এর শরীর তল্লাশী করে ৫০পুরিয়া (যাহার ওজন ২০ গ্রাম) হিরোইন পাওয়া যায় যাহার আনুমানিক মূল্য ৪৫০০০ হাজার টাকা। 

ওসি সামসুদ্দিন বলেন, ‘আটককৃতরা চিহ্নিত মাদক ব্যবসায়ী। আটককৃতদের বিরুদ্ধে শুক্রবার রাতে থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। তাদের আজ শনিবার বাগেরহাট আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্সনীতি ও আমাদের এ অভিযান অব্যাহত থাকবে।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.