Header Ads

Header ADS

রামপালে জিম্মি করে মুক্তিপন নেওয়া চক্রের মূল হোতা পিন্টু সরদার গ্রেপ্তার








রামপাল প্রতিনিধিঃ বাগেরহাটের রামপালে ফেসবুকে চাকরির খবর দিয়ে ডেকে এনে আটকে রেখে মুক্তিপণ আদায় করে আসছিল একটি কুচক্রী মহল। গত ৩০ সেপ্টেম্বর শুক্রবার রাতে জরুরি সেবা ৯৯৯ এর ফোন কলের খবর পেয়ে রামপাল থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে শহীদুল্লাহ মোল্লা (৩৪) নামে এক ব্যক্তিকে উদ্ধার করে। পুলিশ ও ভিকটিম সূত্রে জানা যায় রামপাল তাপ বিদ্যুৎ কেন্দ্র চাকরির খবর দিয়ে মোবাইল নাম্বার সহ ফেসবুকে একটি স্ট্যাটাস দেখে শহীদুল্লাহ মোল্লা, সেই নাম্বারে ফোন দিলে রামপাল উপজেলার কাদিরখোলা গ্রামের আওরঙ্গ সরদার এর ছেলে পিন্টু সরদার (২৫) তাকে তাপবিদ্যুৎ কেন্দ্রে আসতে বলে । এসময় শহীদুল্লাহ মোল্লা তাপবিদ্যুৎ কেন্দ্রে আসলে তাকে মটর সাইকেল করে তাপবিদ্যুৎ কেন্দ্র পাশ দিয়ে বিভিন্ন স্থানে ঘুরিয়ে পিপুলবুনিয়া আলী মোল্লার হ্যাচারীর পরিত্যক্ত ঘরে নিয়ে হাত পা বেঁধে রেখে মুক্তিপণ দাবি করে। এসময় শহীদুল্লাহ মোল্লা  টাকা দিতে না চাইলে আকু গাজী(২৬) সোহাগ শেখ (২৭)ও কিরন সরদার (২৮) সুমন মাঝি (২৭) সহ অজ্ঞাত নামা ৩ থেকে ৪ জন লোক এসে দা রড চাইনিজ কুড়াল দিয়ে মারধর শুরু করে এসময় তার কাছে তিন লক্ষ টাকা দাবি করে। এসময় শহীদুল্লাহ মোল্লার  ফোন থেকে তার স্ত্রীর নাম্বার নিয়ে তাকে ফোন করে মুক্তিপন দাবি করে।  তাদের দেওয়া বিকাশ নাম্বারে তার স্ত্রী পাঁচ হাজার  টাকা দেয় । তখন   তারা বাকি টাকার জন্য তার স্ত্রীর কাছে হুমকি দিয়ে বলেন বললে টাকা না দিলে শহীদুল্লাহ মোল্লাকে খুন করে লাশ গুম করে ফেলবে । এসময় শহীদুল্লাহ মোল্লার স্ত্রী কোন উপায়ন্ত না পেয়ে জরুরি সেবা ৯৯৯ ফোন করেন। রাতেই জরুরি সেবা ৯৯৯ এর ফোন কলের খবর পেয়ে রামপাল থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে শহীদুল্লাহ মোল্লাকে উদ্ধার করে থানায় নিয়ে আসে এবং শহীদুল্লাহ মোল্লা নিজে বাদী হয়ে থানায় একটি মামলা দায়ের করেন। রামপাল থানার ওসি মোহাম্মদ সামসুদ্দীন বলেন উক্ত মামলার এজহার নামা দুই জনকে ঘটনার দিনেই আটক করতে সক্ষম হই এবং গতকাল জিম্মি করে মুক্তিপন নেওয়া চক্রের মূল হোতা পিন্টু সরদারকে গ্রেপ্তার করা হয়েছে। বাকিদের গ্রেফতার পরক্রিয়াধীন রয়েছে । তিনি আরো জানান এই পিন্টু সরদারের নামে বর্তমানে চুরি-ডাকাতি, ছিনতাই, ধর্ষনসহ ১৪টি মামলা চলমান আছে। এই চক্রটি অনেকদিন ধরে এই ধরনের অপরাধ কাজের সাথে জড়িত ছিল প্রথমিকভাবে আমাদের কাছে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে। আসামীদের বিজ্ঞ আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।


কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.