Header Ads

Header ADS

মোল্লারহাটে গাঁজা ও গাঁজা গাছসহ ৪ মাদক কারবারি গ্রেপ্তার

 


নিউজ ডেস্কঃ 

মোল্লাহাটে পৃথক অভিযানে গাঁজা ও গাঁজা গাছ সহ চার মাদক কারবারিকে আটক করেছে পুলিশ। ২০ আগস্ট শনিবার দুপুরে উপজেলার উদয়পুর গ্রামে অভিযান চালিয়ে গাজাসহ তিনজনকে আটক করে। এসময় তাদের কাছ থেকে ২১৫ গ্রাম গাজা উদ্ধার করে পুলিশ। আটককৃতরা হলেন, উপজেলার গাড়ফা গ্রামের বাকু শেখের ছেলে দ্বীন ইসলাম ওরফে বিটকেল, উদয়পুর উত্তরকান্দি গ্রামের আফজাল কাজী, একই গ্রামের নান্নু শরীফের ছেলে বরকত শরীফ।


অন্যদিকে একই দিনে উপজেলার গাওলা ইউনিয়নের উত্তর মাটিয়ারগাতি গ্রাম থেকে গাঁজা গাছসহ ধীরেন বিশ্বাস নামের একজনকে আটক করেছে পুলিশ। আটক ধীরেন বিশ্বাস মাটিয়ারগাতি গ্রামের মৃত ভেজাল বিশ্বাসের ছেলে। উদ্ধার করা গাছটি ১৫ ফুট লম্বা।

মোল্লাহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৌমেন দাস বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে গাঁজা ও গাঁজা গাছসহ চারজনকে আটক করা হয়েছে। আটকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।


কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.