Header Ads

Header ADS

সুনামগঞ্জে বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে মোংলার মেয়র শেখ আঃ রহমান



মোঃনূর আলম(বাচ্চু),মোংলাঃ
সুনামগঞ্জে বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ত্রাণ সহায়তা পাঠিয়েছেন মোংলা পোর্ট পৌরসভার মেয়র বীর মুক্তিযোদ্ধা শেখ আঃ রহমান। এ ত্রাণ সামগ্রী শুক্রবার বিকেলে সুনামগঞ্জ জেলার দিরাই পৌর এলাকার অধিক ক্ষতিগ্রস্তদের মাঝে বিতরণ করা হয়েছে। 

সেখানে মোংলা পোর্ট পৌরসভার পক্ষ থেকে ত্রাণ সামগ্রী ক্ষতিগ্রস্তদের হাতে তুলে দেন পৌর কাউন্সিলর মোঃ কবির হোসেন শেখ ও মোঃ মজনু গাজীসহ অন্যান্য পৌর কর্মকর্তা ও কর্মচারীরা। এ সময় ৫শ দুর্গত প্রত্যেক পরিবারকে দেয়া হয়েছে ১০ কেজি চাল, ১ কেজি ডাল, ১ লিটার তেল, ২ কেজি আলু, ২ কেজি আটা, ১ কেজি লবণ ও ১টি সাবান। 

পৌর মেয়র বীর মুক্তিযোদ্ধা শেখ আঃ রহমান বলেন, পৌরসভার সকল কর্মকর্তা-কর্মচারী ও কাউন্সিলদের বেতন-সম্মানীর টাকা থেকেই সুনামগঞ্জের বন্যা দুর্গত ৫শ পরিবারকে মোংলা পোর্ট পৌরসভার পক্ষ থেকে এ ত্রাণ সহায়তা দেয়া হয়েছে।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.