বাগেরহাটর রামপাল উপজলোর গৌরম্ভা বাজারে গ্যাস সিলিন্ডার বিষ্ফোরণে আগ্নিকান্ড, ৯ টি দোকান ভস্মিভূত
বাগেরহাটের রামপাল উপজেলার গৌরম্ভা বাজারে আগুনে নয়টি দোকান পুড়ে ছাই হয়েছে। এ সময় অন্তত অর্ধকোটি টাকার ক্ষতি হয়েছে বলে দাবি ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের। মঙ্গলবার রাত ১১ .৩০মিনিটের দিকে গৌরম্ভা বাজারের বাস স্ট্যান্ডে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
ক্ষতিগ্রস্তদের বরাত দিয়ে স্থানীয় ইউপি সদস্য চম্বক কুন্ডু জানান, রাত ৮টার মধ্যে দোকান বন্ধের নির্দেশ তাই সবাই দোকান বন্ধ করে চলে যায় । হঠাৎ ১১.৩০ মিনিটের সময় বৈদ্যুতিক চারকিট থেকে একটি গ্যারেজ থেকে থেকে প্রথমে আগুনের সূত্রপাত হয়। দোকানে থাকা গ্যাস সিলিন্ডার ব্লাস্ট হয়ে মুহূর্তের মধ্যে আগুন দ্রুত পাশের দোকানগুলোতে ছড়িয়ে পড়ে।
বাজারে থাকা লোকজনের চিৎকারে স্থানীয়রা এগিয়ে এসে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেন। খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। কিন্তু তার আগে আগুনে পুড়ে সব ছাই হয়ে যায় এতে দোকানগুলোতে থাকা নগদ টাকা ও মূল্যবান মালামাল পুড়ে প্রায় অর্ধকোটি টাকার ক্ষতি হয়েছে।
বাগেরহাট ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মো. ছরোয়ার হোসেন জানান, রামপাল উপজেলা নির্বাহী অফিসার মোঃ কবীর হোসেন আমাকে ফোন করে আগ্নিকান্ডের খবর জানান ,খবর পেয়ে রামপাল স্টেশনের দুইৌটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রায় এক ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে এ আগুনের সূত্রপাত হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
এবিষয়ে রামপাল উপজেলা নির্বাহী অফিসার মোঃ কবীর হোসেন জানান, ঘটনা জানতে পেরে ঘটনা স্থান পরিদর্শন করেছেন এবং ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের সরকারিভাবে আর্থিক সহযোগিতা করা হবে।
কোন মন্তব্য নেই