রামপালে নিবন্ধনহীন ৫ ডায়াগনস্টিক সেন্টার সিলগালা
ডেস্ক নিউজ:
বাগেরহাটের রামপাল উপজেলায়
স্বাস্থ্য অধিদপ্তরের নিবন্ধন বা কোনরকম অনুমোদন না নিয়েই অবৈধভাবে গড়ে ওঠা ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারগুলোতে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট অভিযান পরিচালনা করেছেন।
রোববার বিকাল সাড়ে ৫ টায় সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শেখ সালাউদ্দিন দিপু এবং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডাক্তার রুহুল আমীন এ অভিযান পরিচালনা করেন।
এসময় উপজেলার ফয়লা বাজার, ভাগা বাজারের পাঁচটি ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারের ৫ টিতে সীলগালা ও ১ লাখ ৮০ হাজার টাকা জরিমানা করা হয়।
বহুল আলোচিত সুন্দরবন প্রাইভেট হাসপাতালটি সীলগালা ও ডায়াগনস্টিক সেন্টারকে ৮০ হাজার টাকা জরিমানা করা হয়। পরে জারা ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারকে ৭০ হাজার ও শেফা ডায়াগনস্টিককে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়।
এরপর রোজ ক্লিনিক ও সেবা ক্লিনিক দুটিও সীলগালা করা হয়। অভিযানের খবর পেয়ে সেবাসহ বেশ কয়েকটি ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার বন্ধ করে চম্পট দেয় কর্তৃপক্ষ। অবৈধভাবে ব্যাঙের ছাতার মত গড়ে ওঠা ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারগুলো মালিকেরা দীর্ঘ দিন ধরে অবৈধভাবে তাদের ব্যবসা পরিচালনা করে আসছিল।
উপজেলার ফয়লা বাসস্ট্যান্ডে অবস্থিত সুন্দরবন ডায়াগনস্টিক সেন্টার ও বেশকিছু অবৈধ প্রতিষ্ঠানের বিরুদ্ধে ২০১৮ সালে জাতীয় ও স্থানীয় পত্রিকাগুলোতে ফলাও করে ধারাবাহিক রিপোর্ট প্রকাশিত হয়।
অভিযোগ রয়েছে ভূয়া ডাক্তার, ভুল চিকিৎসা ও অব্যাবস্থাপনায়সহ বৈধ কাগজপত্রহীন সুন্দরবন ডায়াগনস্টিক সেন্টারে নবজাতক ও প্রসূতির মৃত্যুও হয়। এরপর উপজেলা প্রশাসন নড়েচড়ে বসেন।
তৎকালিন উপজেলা নির্বাহী কর্মকর্তা ঘটনার সত্যতা নিশ্চিত করতে ওই হাসপাতালে অভিযান পরিচালনা করেন। যাচাই বাছাইয়ে সুন্দরবন ডায়াগনস্টিক সেন্টার তারা তাদের বৈধ কাগজপত্র দেখাতে সক্ষম না হওয়ার উপজেলা নির্বাহী কর্মকর্তা তুষার কুমার পাল ওই হাসপাতালকে এক লক্ষ টাকা জরিমানা ও প্রতিষ্ঠানে সীলগালা করে দেন।
দীর্ঘদিন পর সরকারি ঘোষিত রামপালের অবৈধ হাসপাতাল গুলোতে অভিযানে ভুক্তভোগী ও সাধারণ জনগণ প্রশাসনকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা ঙ্গাপন করেছেন।
রামপাল উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শেখ সালাউদ্দিন দিপু অভিযান পরিচালনা ও জরিমানার বিষয়টি নিশ্চিত করে বলেন অভিযান চলমান থাকবে। কোথাও কোন অসংগতি দেখলে বা খবর পেলে আমরা দ্রুত ব্যবস্থা গ্রহণ করবো।
কোন মন্তব্য নেই