এই শীতে মানবতার একটুখানি উষ্ণ পরশ হোক অসহায় মানুষগুলোর বেঁচে থাকার অবলম্বন
রাস্তার পাশে কনকনে শীতে কাঁপছে কতো অসহায় বয়স্ক মানুষ! ভোরের রোদের উষ্ণতার অপেক্ষায় গোটা রাত জেগে তাঁদের অপেক্ষা থাকে কম্পিত শীতকে উপেক্ষা করে একটুখানি উষ্ণ পরশের। সবার চাওয়া হাড় কাঁপানো শীতে একটুকরো গরম কাপড়। হোক সে নতুন কিংবা পুরোনো! শুধুমাত্র একটুখানি উষ্ণতায় বেঁচে থাকাটা এঁদের উদ্দেশ্য। জীবন যুদ্ধে মত্ত এসব মানুষকে সাহায্য করা আমাদের দায়িত্ব।
নিজের পোষাকের সাথে রং ম্যাচিং করে একের পর এক শীতের কাপড় কিনেও যখন আপনি অতৃপ্ত ঠিক সেই মুহূর্তে হয়তোবা একটুকরো গরম কাপড়ের অভাবে রাস্তার পাশে দাঁড়িয়ে কেউ কনকনে শীতে কাঁপছে। বিলাসীতা নয়,প্রয়োজনকে গুরুত্ব দিয়ে আপনি হতে পারেন একটুখানি মানবিক।যেখানে আপনার সাহায্যের একটা হাত বাঁচিয়ে রাখতে পারে কোনো অসহায় জীবনের একটুখানি প্রয়োজন কিংবা বেঁচে থাকার চেষ্টা।খুব বেশি না হোক, দামী শপিং মল না হোক, ফুটপাত থেকে খুব সস্তায় আপনার কিনে দেওয়া একটি গরম কাপড় হয়তোবা এই শীতে তাঁদের জন্য হতে পারে একটুখানি অবলম্বন। নিজের সামর্থ্য অনুযায়ী সবাই এগিয়ে আসুন এই অসহায় মানুষগুলোর জন্য। ছোট্ট করে হলেও বাড়িয়ে দিন নিজের সাহায্যের হাত। মানবতার জয়গানে কিছু জীবন অন্তত বেঁচে থাকুক, বেঁচে থাকুক মানবতা আর মনুষ্যত্ববোধ।
নিজের পোষাকের সাথে রং ম্যাচিং করে একের পর এক শীতের কাপড় কিনেও যখন আপনি অতৃপ্ত ঠিক সেই মুহূর্তে হয়তোবা একটুকরো গরম কাপড়ের অভাবে রাস্তার পাশে দাঁড়িয়ে কেউ কনকনে শীতে কাঁপছে। বিলাসীতা নয়,প্রয়োজনকে গুরুত্ব দিয়ে আপনি হতে পারেন একটুখানি মানবিক।যেখানে আপনার সাহায্যের একটা হাত বাঁচিয়ে রাখতে পারে কোনো অসহায় জীবনের একটুখানি প্রয়োজন কিংবা বেঁচে থাকার চেষ্টা।খুব বেশি না হোক, দামী শপিং মল না হোক, ফুটপাত থেকে খুব সস্তায় আপনার কিনে দেওয়া একটি গরম কাপড় হয়তোবা এই শীতে তাঁদের জন্য হতে পারে একটুখানি অবলম্বন। নিজের সামর্থ্য অনুযায়ী সবাই এগিয়ে আসুন এই অসহায় মানুষগুলোর জন্য। ছোট্ট করে হলেও বাড়িয়ে দিন নিজের সাহায্যের হাত। মানবতার জয়গানে কিছু জীবন অন্তত বেঁচে থাকুক, বেঁচে থাকুক মানবতা আর মনুষ্যত্ববোধ।
কোন মন্তব্য নেই