Header Ads

Header ADS

এই শীতে মানবতার একটুখানি উষ্ণ পরশ হোক অসহায় মানুষগুলোর বেঁচে থাকার অবলম্বন



মোহনা ইসলাম ডিনাঃ পৌষের আগমনের বার্তা বহন করছে শিশির সিক্ত কুয়াশাচ্ছন্ন ভোর। হয়তোবা সমাজের উঁচু সারিতে বসবাস করা মানুষগুলোর কাছে শীত ভীষণ উপভোগ্য। এ সময়ে প্রকৃতির স্নিগ্ধ পরিবর্তনের কোমলতাকে স্পর্শ করার তীব্র ব্যকুলতা নিয়ে কেউ স্বপরিবারে ছুটবেন বাংলাদেশের সেরা আর্কষনীয় জায়গাগুলো দর্শনের তৃষ্ণায়। সমুদ্র সৈকতে দাঁড়িয়ে কেউ দেখবেন সূর্য অস্তের অপূর্ব সৌন্দর্য্য। কেউবা পাহাড় দর্শনে হয়ে পড়বেন ভীষণ ব্যস্ত। কেউবা আবার দেশের গণ্ডি পেরিয়ে প্রিয়জনকে নিয়ে পাড়ি জমাবেন দেশের বাইরে। সাথে কতো রকম কেনাকাটা! শীতের কাপড় থেকে শুরু করে প্রসাধনী সবকিছু চাই ভীষণ দামী। শীতের একাধিক কাপড়েও যেনো সামর্থ্যবান এসব মানুষগুলোর তৃপ্তি মেটা দায়! অথচ একবারও কি ভেবে দেখেছেন,রাতে ফুটপাতে পড়ে থাকা ঐ অসহায় মানুষগুলোর কথা? কনকনে শীতে একটুকরো জীর্ণ শীর্ণ বস্ত্র তাঁদের কাছে কতো দামী! নিজের শীত নিবারণের জন্যে হাড় কাঁপানো শীতে এই মানুষগুলো বেঁচে থাকার তাগিদে কতোটা তৃষ্ণার্ত নয়নে তাকিয়ে থাকে আপনার দিকে! আপনার গাড়ি ঘেঁষে দাঁড়িয়ে যখন আকুতি জানিয়ে বলতে চায় নিজের মৌলিক চাহিদার কথাটুকু, আপনি তখন কতো ব্যস্ত!! হয়তোবা ভীষণ সচেতনও! ওদের গায়ের নোংরা কাপড় দামি গাড়িকে যাতে ছুঁতে না পারে,তাই আগেই ঝাঁঝালো কন্ঠে তাড়িয়ে দেয়ার আয়োজন চলে।করুণ দুটি চোখ তখন কিছু উত্তরহীন নিরব প্রশ্ন ঘিরে বেঁচে থাকার অর্থ খুঁজতে ছুটে বেড়ায় রাজপথের অলিগলি বেয়ে। কিন্তু চিরন্তন অসহায়ত্বে বেঁচে থাকা এই মানুষগুলোর এমন অসংখ্য প্রশ্নের উত্তর কখনো খুঁজে পাওয়া যায় না। প্রচন্ড কষ্ট চেপে তাঁরাও ব্যস্ত হয়ে পড়েন নিজের প্রয়োজনকে সঙ্গী করে নতুন করে বেঁচে থাকার চেষ্টায়। যেখানে এই সমাজের সামর্থ্যবান প্রতিটি মানুষের একটুখানি সাহায্য তাঁদের একান্ত কাম্য। রাস্তার পাশে পড়ে থাকা অসহায় বয়স্ক লোকটি কিংবা ছোট্ট অবুঝ শিশুটির হাড় কাঁপানো শীতের কষ্ট কি কখনো আপনার অনুভূতিকে একটুও নাড়া দিয়েছে? কখনো কি মনে হয়েছে মানুষ হিসেবে এঁদেরও আমাদের মতো অনুভূতি শক্তি আছে।এরা মানুষ, আপনার আমার মতো রক্ত মাংসে গড়া শরীর এদেরও আছে।গরম কাপড়ে আচ্ছাদিত দেহে আমরা শীতকে উপভোগ করলেও এই মানুষগুলোর কাছে শীত তীব্র অভিশাপ।অথচ আপনার আমার মতো এঁদেরও বেঁচে থাকার অধিকার আছে নিজের মৌলিক অধিকারটুকু নিয়ে।আর সেই অধিকারটুকু নিশ্চিত করার দায়িত্ব আমাদের সবার। একবারও কি ভেবে দেখেছেন, আপনি যখন গরম কাপড়ে নিজেকে মুড়ে হরেকরকম খাবারের থালা সাজিয়ে ব্যস্ত পৌষ পার্বণের আয়োজনকে উপভোগ করতে ঠিক তখনই আপনার মতনই অনুভূতি সম্পন্ন কোনো মানুষ একটুখানি উষ্ণতার ছোঁয়ায় বেঁচে থাকার আকুতিতে কতটা ব্যকুল?
 
রাস্তার পাশে কনকনে শীতে কাঁপছে কতো অসহায় বয়স্ক মানুষ! ভোরের রোদের উষ্ণতার অপেক্ষায় গোটা রাত জেগে তাঁদের অপেক্ষা থাকে কম্পিত শীতকে উপেক্ষা করে একটুখানি উষ্ণ পরশের। সবার চাওয়া হাড় কাঁপানো শীতে একটুকরো গরম কাপড়। হোক সে নতুন কিংবা পুরোনো! শুধুমাত্র একটুখানি উষ্ণতায় বেঁচে থাকাটা এঁদের উদ্দেশ্য। জীবন যুদ্ধে মত্ত এসব মানুষকে সাহায্য করা আমাদের দায়িত্ব।
নিজের পোষাকের সাথে রং ম্যাচিং করে একের পর এক শীতের কাপড় কিনেও যখন আপনি অতৃপ্ত ঠিক সেই মুহূর্তে হয়তোবা একটুকরো গরম কাপড়ের অভাবে রাস্তার পাশে দাঁড়িয়ে কেউ কনকনে শীতে কাঁপছে। বিলাসীতা নয়,প্রয়োজনকে গুরুত্ব দিয়ে আপনি হতে পারেন একটুখানি মানবিক।যেখানে আপনার সাহায্যের একটা হাত বাঁচিয়ে রাখতে পারে কোনো অসহায় জীবনের একটুখানি প্রয়োজন কিংবা বেঁচে থাকার চেষ্টা।খুব বেশি না হোক, দামী শপিং মল না হোক, ফুটপাত থেকে খুব সস্তায় আপনার কিনে দেওয়া একটি গরম কাপড় হয়তোবা এই শীতে তাঁদের জন্য হতে পারে একটুখানি অবলম্বন। নিজের সামর্থ্য অনুযায়ী সবাই এগিয়ে আসুন এই অসহায় মানুষগুলোর জন্য। ছোট্ট করে হলেও বাড়িয়ে দিন নিজের সাহায্যের হাত। মানবতার জয়গানে কিছু জীবন অন্তত বেঁচে থাকুক, বেঁচে থাকুক মানবতা আর মনুষ্যত্ববোধ।
 

 
লিখেছেনঃ মোহনা ইসলাম ডিনা, 
শিক্ষার্থী, বাংলা বিভাগ (মাস্টার্স),
সরকারি পিসি কলেজ,বাগেরহাট।।


কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.