জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় স্কুল এন্ড কলেজের ছাত্রদের গঠিত ৫১'র শক্তি সংগঠনের উদ্দ্যোগে শীতবস্ত্র বিতরন
ঢাকাঃ
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় স্কুল এন্ড কলেজের নবম শ্রেণির কিছু সংখ্যা শিক্ষার্থীদের উদ্যোগে গঠিত ৫১'র শক্তি সামাজিক সংগঠনের মাধ্যমে বিজয়ের মাসে শীতকে জয় করতে দরিদ্রদের মাঝে বিনামূল্যে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। গত ১৯ ডিসেম্বর বিজয়ের উল্লাসে তারা জাহাঙ্গীরনগর এবং তার আশপাশের এলাকা আমবাগান, নবীনগর, সাভারের হতদরিদ্রদের মাঝে বিনামূল্যে কম্বল ও শীতের জন্য প্রয়োজনীয় পোশাক সামগ্রী বিতরণ করে। তাদের স্লোগান, "প্রাণের তরী বাইবো মোরা গাইবো মোরা জয়ের গান।"
তাদের সাথে কথা বলে আমরা জানায়, এর পূর্বেও এমন সামাজিক কর্মকাণ্ডের সাথে সম্পৃক্ত ছিলো। তাদের সংকল্প, তারা আবারো সমাজের তথা দেশের প্রয়োজনে এমন কর্মকাণ্ড অব্যাহত রাখবে। তাদের এমন মহৎ কাজ সম্পন্ন করার জন্য তারা দীর্ঘদিন যাবত তাদের পরিবার থেকে দেওয়া পকেট খরচের বা টিফিনের টাকা জমিয়েছে। তাদের সম্পূর্ণ প্রোজেক্ট নিজস্ব অর্থায়নে বাস্তবায়ন করতে পেরে তারা উল্লাসিত। তারা আমাদের কাছ থেকে শুধুমাত্র দোয়া প্রার্থনা করেছে ভবিষ্যতে এগিয়ে যাবার জন্য। তারা যেনো তাদের আপন গতিতে এগিয়ে যায় আর দেশের কল্যাণে নিজেদের সর্বোচ্চটা দিয়ে শুভকর্মের সাথে নিয়জিত থাকতে পারে তারজন্য তারা দোয়া প্রার্থী।
কোন মন্তব্য নেই