Header Ads

Header ADS

অবান্তর তর্কের অবসান ঘটুক,তৈরি হোক বৈষম্যহীন সমাজ




মোহনা ইসলাম ডিনাঃ

পুরুষ শাসিত এই সমাজে মেয়ে হয়ে জন্মানোটা বোধহয় একটা সংশয়! টিভি নিউজ কিংবা খবরের কাগজে প্রতিনিয়ত দেখা যায় অসংখ্য মেয়ের লাঞ্ছনা, অপমান আর অসম্মানের চিত্র।যার নেপথ্য নায়ক পুরুষ শাসিত এই সমাজের পুরুষ নামক কিছু অসুস্থ মস্তিষ্কের ক্ষমতা অর্জনকারী মানব।যাদের ভয়ে অনেক জীবনের অবসান ঘটে অকালে।অনেক স্বপ্ন হয়ে যায় বিলীন,অনেক জীবনের ঘটে ছন্দপতন। অনেক ইচ্ছে গুমরে কাঁদে চার দেয়ালের মাঝে।অথচ এই পুরুষ শাসিত সমাজে জন্মের পরে যে হাতটা আমাকে সবথেকে বেশি নিরাপদ জীবন দিয়েছেন তিনি আমার বাবা। আমার দেখা পৃথিবীর সবচেয়ে ভালো মানুষ কিংবা আমার জীবনের সবচেয়ে নিরাপদ আশ্রয় তিনি। মেয়ে হয়ে জন্মানোর পর থেকে আজ পর্যন্ত এই সমাজে নির্ভয়ে দাপিয়ে বেড়ানোর জন্য যে হাতটা আমার দিকে সর্বদা প্রসারিত সেটাও একজন পুরুষের।যার কাছে আমি নিজেকে সব থেকে বেশি নিরাপদ মনে করি তিনিও একজন পুরুষ। সময়ের ব্যবধানে তাঁর পরিমার্জন হয়েছে সত্যি কিন্তু কোনো পরিবর্তন ঘটে নি। শৈশবে বাবার ভালোবাসা, কৈশোরে ভাইয়ের স্নেহ, জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ সময়ে বন্ধুদের সাহায্য আর জীবন চলার পথে স্বামী নামক গুরুত্বপূর্ণ মানুষটির সাহায্যেই এই সভ্য সমাজে আজো প্রতিটি মেয়ে টিকে আছেন সভ্য সমাজের প্রতিনিধি হয়ে। তবু পুরুষের প্রতি নারীর তীব্র ঘৃণা আজো সমানভাবে প্রতিনিয়ত পুরুষকে দাঁড় করে দোষীদের আদালতে।কারণ একটাই, আমাদের ভেতরে থাকা পশুবৃত্তিকে আমরা নিয়ন্ত্রন করি নিজেদের প্রোয়জনে কিন্তু পরিবর্তনের প্রয়োজনীয়তা অনুভব করি না কখনোই। একইভাবে চিরকালীন মমতাময়ী নারীকেও আজকের পুরুষ শাসিত সমাজে মনে হয় ছলনাময়ী। হয়তোবা তাঁদের এই অভিযোগ মিথ্যে না!কারণ প্রয়োজনে অপ্রয়োজনে নিজের দূর্বলতাকে কাজে লাগিয়ে পুরুষকে হেয় প্রতিপন্ন করাটা নারী নামক বোধহীন মানবীদের কাছে অপ্রতুল কিছু না। নিজেদের লালসাকে কাজে লাগিয়ে অসংখ্য পুরুষকে নিঃস্ব‌ করে দেওয়ার উদাহরণও কম নেই আমাদের সমাজে। কখনোবা পুরুষ নামক ইস্পাতের মতোন কঠিন মানুষটিকেও নিজের জীবন দিয়ে অবসান ঘটাতে হয়েছে এসব যন্ত্রনার।তবু জীবন কখনো থেমে থাকে না। প্রয়োজনের তাগিদে তাকে ছুটতে হয় লাগামহীন ভাবে।আর সেই ছুটে চলার মাঝেই প্রতিনিয়ত দর্শন মেলে এমন অসংখ্য ঘৃণ মানব কিংবা ছলনাময়ী কোনো মানবীর সাথে।যাদের অবান্তর আয়োজনে প্রশ্নের সম্মুখীন হতে হয় আমাদের সভ্য সমাজকে,হতে হয় কলুষিত। তখন নিজের অজান্তেই পুরুষ নামক নিরাপদ আশ্রয়টাকে মনে হয় অন্ধকার প্রকষ্টের কোনো নির্মম কারাগার। যেখানে প্রতিনিয়ত বাঁচতে হয় অনিচ্ছা সত্বে, বাঁচতে হয় জীবনের প্রয়োজনে। আর এই তীব্র ঘৃণা থেকে প্রতিবাদের নামে কখনো বা নিজের অজান্তেই নারী হয়ে ওঠে প্রতিশোধ পরায়ণ।যেখান থেকে হারিয়ে ফেলে তাঁর চিরকালীন সারল্যতা, হারিয়ে ফেলে নিজের ভিতরে খুব যত্নে লালন করা মমতাটুকু। শুরু হয় এক অদ্ভুত, অদৃশ্য অথচ অসুস্থ প্রতিযোগিতা। যেখানে নারী পুরুষ দুজন দুজনের পরিপূরক না হয়ে হয়ে ওঠেন প্রতিহিংসা পরায়ণ। ধ্বংস হয় স্বাভাবিক মানবতাটুকু।যা কখনো কোনো সম্পর্কে আটকে রাখা যায় না। কখনো কোনো অবান্তর আয়োজনেও তাঁর বিলীন ঘটে না। বরং কিছু তর্ক আর উত্তরহীন প্রশ্নে ওঠে অধিকার নামক চার অক্ষরের ছোট্ট শব্দটার আধিপত্য বিস্তারের গল্প। যেখানে সবাই বড্ড পরিকর নিজেদেরটুকু বুঝে নিতে। জন্ম থেকে আজ অবধি একটা কথা খুব শুনে আসছি,"নারী পুরুষের সমান অধিকার।" কিন্তু আজকের সমাজে কি প্রকৃত পক্ষে কোনো নারী কিংবা পুরুষ তাঁদের অধিকার নিয়ে সন্দিহান?? কখনো কোনো সভ্য পুরুষ কিংবা নারীকে আমি দেখিনি এই অধিকার নিয়ে প্রশ্ন তুলেছেন। বরং অসুস্থ পরিবেশে নিজের সত্ত্বা কিংবা অস্তিত্বকে টিকিয়ে রাখতেই এই প্রশ্ন উঠেছে বারবার।যেখানে কোনো অবান্তর তর্কের মঞ্চে কোনো মানব মানবীকে হতে হয়েছে তার প্রতিনিধি। কিন্তু আজকের এই আধুনিক সমাজ ব্যবস্থায় যদি প্রতিটি মানুষ প্রকৃত শিক্ষাটাকে কাজে লাগিয়ে নিজেকে সম্মান করার দায়িত্বটুকু অন্তত বহন করতে পারেন তাহলে হয়তোবা অন্যকোনো মানুষকে অসম্মান করার অসুস্থ চিন্তাকে পরিহার করা অসম্ভব না!যেখানে নারী পুরুষ বলে কোনো অহেতুক বৈষম্য তৈরি নয় বরং তৈরি হতে পারে চির আকাঙ্ক্ষিত বৈষম্যহীন এক সমাজ ব্যবস্থার। যেখানে নারী পুরুষ দুজন দুজনের পরিপূরক হয়ে উঠবেন খুব সহজে কোনো অবান্তর শর্ত ছেড়ে। যেখানে পুরুষ হবেন সবচেয়ে নিরাপদ আশ্রয়দাতা কিংবা ভালোবাসার প্রতীক। ঠিক একইভাবে চিরকালীন মমতাময়ী নারীকেও মনে হবে পৃথিবীর সবচেয়ে পবিত্র এবং স্নেহময়ী। মনে হবে নিঃশ্বার্থ ভালোবাসার নির্মলতার প্রতীরূপ। অবসান ঘটবে অবান্তর তর্কের, তৈরি হবে বৈষম্যহীন সমাজের।
ছবিঃ মোহনা ইসলাম ডিনা, শিক্ষার্থী  বাগেরহাট সরকারি পিসি কলেজ, বাংলা বিভাগ।

 



1 টি মন্তব্য:

  1. (Always.) You’ll must memorize tiny decisions like these to get high odds. Available in Single Hand 카지노 사이트 Blackjack or Triple Hand Blackjack for more gameplay choices without growing operator prices. Streamlined betting display permits for all conventional blackjack bets with easy-to-follow action and new animated graphics for increase excitement.

    উত্তরমুছুন

Blogger দ্বারা পরিচালিত.