Header Ads

Header ADS

বিষপানে গৃহবধুর আত্মহত্যা

 


মো:রাজু আহম্মেদ; সাতক্ষীরা প্রতিনিধিঃ

তালা উপশহরের মহল্লাপাড়া কাজী মিলনের স্ত্রী আছিয়া বেগম (৩২) নামের এক গৃহবধু বিষপানে আত্মহত্যা করেছে। মঙ্গলবার(১২ অক্টাবর) সকালে তালা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, পারিবারিক কলহের জেরে মঙ্গলবার সকালে আছিয়া বেগম বিষ পান করে। সে আত্নহত্যার চেষ্টা করে। পরিবারের লোক জানতে পেরে তাকে তালা হাসপাতালে ভর্তি করে। হাসপাতালে চিকিৎসাধীনকালে তার মৃত্যু হয়। তালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু জিহাদ ফকরুল আলম খান, মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।


1 টি মন্তব্য:

  1. Vegas Sands Casino Resort Announces Plans to Build in-Person Casino
    The casino resort in Biloxi, Mississippi, 제왕 카지노 will septcasino unveil plans 메리트카지노총판 Wednesday for a $1 billion expansion of the casino resort.

    উত্তরমুছুন

Blogger দ্বারা পরিচালিত.