রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের মালামাল নিয়ে রাশিয়ান জাহাজ মোংলা বন্দরে
মোঃনূর আলম(বাচ্চু),মোংলা প্রতিনিধিঃ পাবনার রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের মালামালের একটি চালান মোংলা বন্দরে এসে পৌঁছেছে। রাশিয়ার পতাকাবাহী ‘এমভি ফেসকো আলিস’ নামের জাহাজটি রবিবার (১৭ অক্টোবর) সকালে মেশিনারি পণ্য নিয়ে বন্দরের ৮ নম্বর জেটিতে নোঙর করে।
তিন হাজার ৭০০ মেট্রিক টন পণ্য নিয়ে গত ১৬ সেপ্টেম্বর রাশিয়ার সেন্ট পিটারসবার্গ বন্দর থেকে জাহাজটি ছেড়ে আসে। তবে বৃষ্টির কারণে ওই জাহাজ থেকে পণ্য খালাস ব্যাহত হচ্ছে বলে জানান বন্দরের হারবার মাস্টার কমান্ডার শেখ ফখর উদ্দিন ও জাহাজটির স্থানীয় শিপিং এজেন্ট ‘ইন্টারপোর্ট’র অপারেশন ম্যানেজার অসিম সাহা। অসিম সাহা বলেন, ‘চলতি বছরে এর আগেও দুইটি জাহাজে করে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের মালামাল এসেছিল। আবহাওয়া স্বাভাবিক হলে রবিবার আসা তৃতীয় চালানের পণ্য আগামী দুই দিনের মধ্যে পুরোপুরি খালাস করা যাবে। এসব পণ্য সড়ক পথে পাবনার ঈশ্বরদীতে পাঠানো হবে।’
উল্লেখ্য, ২০১৭ সালের ৩০ নভেম্বর পাবনার ঈশ্বরদী থানার পদ্মা নদীর তীরে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র নির্মাণ কাজের আনুষ্ঠানিক উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এটির ব্যয় ধরা হয়েছে এক লাখ ১৩ হাজার ৯২ কোটি ৯১ লাখ টাকা। ২০২৩ সালে এই কেন্দ্র থেকে জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহ শুরু হবে বলেও জানা গেছে।
কোন মন্তব্য নেই