Header Ads

Header ADS

মোংলায় নির্বাচনী সহিংসতায় আহত ২৫

 


 মোঃনূর আলম(বাচ্চু),মোংলা প্রতিনিধিঃ মোংলায় ইউপি নির্বাচনকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনায় অন্তত ২৫ জন আহত হয়েছে। সোমবার দুপুরে উপজেলার সোনাইলতলা ইউনিয়নের এক নম্বর ওয়ার্ডে ও সুন্দরবন ইউনিয়নের ছয় নম্বর ওয়ার্ডে মেম্বর প্রার্থীর কর্মী-সমর্থকদের মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে। এতে উভয় পক্ষেরই ২৫ জন আহত হয়েছেন। 

আহতদেরকে রক্তাক্ত অবস্থায় দুপুর পৌনে তিনটার দিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। হাসপাতালে ভর্তি হওয়া প্রত্যেকের মাথাসহ শরীরের বিভিন্ন জায়গায় ধারালো অস্ত্র ও রডের আঘাতের গুরুতর জখম রয়েছে। মোংলা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ মনিরুল ইসলাম বলেন, প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের মধ্যে সংঘর্ষে উভয় পক্ষের লোকজন আহত হয়েছে। আমরা বিষয়টি কঠোরভাবে দেখছি।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.