মোংলায় নির্বাচনী সহিংসতায় এক বৃদ্ধা নিহত, আহত ৩ জন
নিউজ ডেস্কঃ
মোংলা উপজেলার ইউপি নির্বাচনকে কেন্দ্র করে চাঁদপাই ইউনিয়নে প্রতিপক্ষের প্রার্থীর লোকজনের সহিংসতায় ফাতেমা বেগম (৭০) নামের এক বৃদ্ধা নিহত হয়েছেন। এ সময় ইউপি নির্বাচনে মেম্বর প্রার্থী মতিয়ার রহমান মোড়ল ও তার দুই কর্মী গুরুত্বর আহত হয়েছে। মোংলা থানার ওসি মোহাম্মদ মনিরুল ইসলাম এ তথ্য নিশ্চিত করে বলেন, ঘটনার তদন্ত চলছে, তবে বৃদ্ধা কিভাবে মারা গেছে সে বিষয়ে ডাক্তারই সব কিছু বলতে পারবেন।
প্রত্যক্ষদর্শী মহাসিন ও মোয়াজ্জেম বলেন, রবিবার (১৯ সেপ্টেম্বর) রাত ৯ টার দিকে চাঁদপাই মোড়ে বর্তমান ইউপি সদস্য ও প্রার্থী মতিয়ার রহমান মোড়ল ভোট চাইতে গেলে অপর প্রতিপক্ষ প্রার্থী শফিকুল ইসলাম তাতে বাধা দেয়। কথা কাটাকাটির এক পর্যায়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন শফিকুলসহ তার দলবল। এসময় হামলা থেকে মেম্বর প্রার্থী ভাইর ছেলে মতি মোড়লকে ঠেকাতে এসে ফাতেমা বেগম নামে ওই বৃদ্ধা গুরুত্বর আহত হন। একই সময় আহত হন প্রার্থী মতিয়ার মোড়ল (৬০), বোরহান শেখ (৩৫) ও ইস্রাফিল (২৬)।
তবে এদেরকে হাসপাতালে আনার সময় গুরুত্বর আহত ফাতেমা বেগম নামে ওই বৃদ্ধা পথিমধ্যেই মারা যান বলে হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ডাঃ সিরাজুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, নিহতের মাথার পিছনে আঘাতের চিহ্ন রয়েছে।
এদিকে খবর পেয়ে মোংলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আসেন সিনিয়র সহকারী পুলিশ সুপার (মোংলা- রামপাল সার্কেল) মোঃ আসিফ ইকবাল ও মোংলা থানার ওসি মোহাম্মদ মনিরুল ইসলামসহ পুলিশের একটি দল।
এ ব্যাপারে মেম্বর মতিয়ার রহমান মোড়ল সাংবাদিকদের বলেন, চাঁদপাই মোড়ে ভোট চাইতে গেলে প্রতিপক্ষ প্রার্থী শফিকুলসহ তার লোকজন তার ওপর হামলা চালায়। এছাড়া, আহতদের হাসপাতালে আনার পর শফিকুলের লোকজন মতি মোড়লের দোকান, অফিস ঘর ও ঘরে থাকা মালামাল ভাংচুরসহ লোকজনকে ধাওয়া করে তাড়িযে দেয়।
তবে শফিকুলের দাবি, মতিয়ার মোড়লের লোকজন আমার লোকজনের উপর প্রথমে হামলা চালায়, সে সময় বাধা দিলে তাদের ওপর মতিয়ার সহ তার লোকজন হামলা চালায়। আর যে মারা গেছেন সে স্ট্রোক করে মারা গেছেন বলে দাবি তার।
এ রিপোর্ট লেখা পর্যন্ত থানায় কোন অভিযোগ হয়নি।
কোন মন্তব্য নেই