মুক্তিযোদ্ধা ও জনপ্রতিনিধি দের টিকা দিয়ে মোংলায় করোনার টিকা প্রদান শুরু
মোঃনূর আলম(বাচ্চু),মোংলা প্রতিনিধিঃ মহামারী থেকে মুক্তির প্রত্যাশার থেকে সারাদেশের মত মোংলায়ও করোনা ভাইরাসের টিকাদান শুরু হয়েছে। রবিবার (৭ ফেব্রুয়ারী) সকাল ১১ টায় সরকারী হাসপাতাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রথমে একজন মুক্তিযোদ্ধা এই টিকা নিয়ে এই কার্যক্রম শুরু হয়।
এরপর উপজেলা চেয়ারম্যান আবু তাহের হাওলাদার ইউএনও কমলেশ মজুমদার, স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (টিএইচও) জীবিতেষ বিশ্বাস ও থানার ওসি মোঃ ইকবাল বাহার চৌধুরী পর্যায়ক্রমে এই টিকা নেন। মোংলা উপজেলায় করোনা ভাইরাসের ৪ হাজার ৪৪২ টিকা আসে বলে জানান উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কমলেশ মজুমদার।
তবে প্রথম পর্যায়ে এই টিকা দুই হাজার ২২১ জনকে দেওয়া হবে। পর্যায়ক্রমে বাকিদের দেওয়া হবে এই টিকা। ইউএনও কমলেষ মজুমদার এদিন বলেন, সাধারণ মানুষের মধ্যে এই টিকাদান নিয়ে কিছুটা আতংক থাকলেও সরকারী কর্মকর্তারা প্রথম এই টিকা নিয়ে সবাইকে উৎসহ যুগিয়েছেন। পাশাপাশি আতংক না হয়ে সবাইকে এই টিকা গ্রহন করতে অনুরোধ করেন তিনি।
কোন মন্তব্য নেই