মোংলা পৌর নিবার্চনে দলীয় শৃঙ্খলা ভঙ্গের দ্বায়ে আওয়ামীলীগের ১৩ নেতা-কর্মী দল থেকে বহিষ্কার
মোঃনূর আলম(বাচ্চু),মোংলা প্রতিনিধিঃ
মোংলা পোর্ট পৌরসভা নিবার্চনে আওয়ামী লীগ মনোনীত কাউন্সিলর ও সংরক্ষিত মহিলা কাউন্সিলর প্রার্থীদের বিরুদ্ধে দলীয় শৃঙ্খলা ভঙ্গ করে প্রার্থী হওয়ায় ১৩ জন নেতা-কর্মীদের দল থেকে বহিষ্কার করা হয়েছে। উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইব্রাহিম হোসেন, পৌর মহিলা আওয়ামী লীগের সভানেত্রী কামরুন নাহার হাই ও পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব শেখ কামরুজ্জামান জসিম স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ বহিষ্কারের বিষয়টি নিশ্চিত করেছেন। বহিষ্কৃতরা হলেন, ১ নং ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থীদের ও পৌর আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি মো: হাবিবুর রহমান, ১ নং ওয়ার্ডের অপর কাউন্সিলর প্রার্থী ও ১ নং ওয়ার্ড আওয়ামী লীগের সদস্য মামুন হাওলাদার বাচ্চু, ২ নং ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী ও ২ নং ওয়ার্ড আওয়ামী লীগের সদস্য আব্দুল জলিল শিকদার, ৩ নং ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী ও ৩ নং ওয়ার্ড আওয়ামী লীগের সাবেক সভাপতি মো: জাহাঙ্গীর হোসেন, ৩ নং ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী ও পৌর যুবলীগের সহ-সম্পাদক ইমরান হাওলাদার, ৫ নং ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী ও ৫ নং ওয়ার্ড আওয়ামী লীগের সদস্য মাসুম বিল্লাহ, ৫ নং ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী ও পৌর আওয়ামী লীগের সাবেক সদস্য মো: মনিরুজ্জামান জামাল, ৬ নং ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী ও উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি ফিরোজ শাহ, ৭ নং ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী ও ৭ নং ওয়ার্ড যুবলীগের সহ-সভাপতি ওবায়দুল হাওলাদার, সংরক্ষিত ১, ২ ও ৩ নং ওয়ার্ডের কাউন্সির প্রার্থী ও ২ নং ওয়ার্ড আওয়ামী লীগের সদস্য পারভীন আক্তার, সংরক্ষিত ৪, ৫ ও ৬ নং ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থীও ৬ নং ওয়ার্ড আওয়ামী লীগের সদস্য শিরিন বেগম, সংরক্ষিত ৪, ৫ ও ৬ নং ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী ও ৬ নং ওয়ার্ড আওয়ামী লীগের সদস্য কোহিনুর বেগম এবং সংরক্ষিত ৭, ৮ ও ৯ নং ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী ও পৌর যুব মহিলা লীগের সভাপতি সুমী লীলা। প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ৩০ ডিসেম্বর হতে তাদের দলীয় প্রাথমিক সদস্য পদসহ সকল দলীয় পদ থেকে বহিষ্কার করা হলো। বহিষ্কৃতদের সাথে আওয়ামী লীগ ও সকল সহযোগী সংগঠনের নেতা-কর্মীদের সাথে সকল প্রকার রাজনৈতিক ও সামাজিক সম্পর্ক ছিন্ন করা হলো বলেও উল্লেখ করা হয়েছে।
কোন মন্তব্য নেই