উপমন্ত্রী হাবিবুন নাহারের করোনা পজেটিভ
মোঃনূর আলম(বাচ্চু),মোংলাপ্রতিনিধিঃ করোনা আক্রান্ত উপমন্ত্রী হাবিবুন নাহার পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপমন্ত্রী বাগেরহাট-৩ ( মোংলা-রামপাল ) আসনের সংসদ সদস্য বেগম হাবিবুন নাহার করোনা আক্রান্ত হয়েছেন। জাতীয় সংসদের বিশেষ অধিবেশনকে সামনে রেখে তার নমুনা পরীক্ষায় করোনা পজেটিভ এসেছে। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে সংসদের বিশেষ অধিবেশন শুরু আগে এমপিদের করোনা টেস্ট করা হয়। শনিবার পরীক্ষার ফলাফলে উপমন্ত্রী বেগম হাবিবুন নাহার এমপিসহ ৫ সংসদ সদস্যের (এমপি) করোনা পজিটিভ এসেছে।বর্তমানে তিনি ঢাকায় সরকারি বাসভবনে থেকেই চিকিৎসা নিচ্ছেন।মোংলা-রামপালের জনগন সহ দেশবাসী কাছে দোয়া চেয়েছেন উপমন্ত্রী বেগম হাবিবুন নাহার এর স্বামী খুলনা সিটি মেয়র আলহাজ্ব তালুকদার আব্দুল খালেক।
কোন মন্তব্য নেই