নৌ দিবসে মোংলা বন্দর কর্তৃপক্ষের র্যালী
মোঃনূর আলম(বাচ্চু),মোংলা প্রতিনিধিঃ
আজ “বিশ্ব নৌ দিবস”দেশের অন্যতম দ্বিতীয় বৃহত্তর সমুদ্র বন্দর মোংলায় এ দিনটি যথাযথ মর্যাদা ও বিপুল উৎসাহ উদ্দীপনার সাথে উদযাপন করা হয়েছে। “বিশ্ব নৌদিবস” উপলক্ষে বৃহস্পতিবার(২৪সেপ্টেম্বর)সকাল ১১:০০ ঘটিকায় রিয়ার এডমিরাল এম শাহজাহান,বিএন চেয়ারম্যান মোংলা বন্দর কর্তৃপক্ষ এর নেতৃত্বে মোংলা বন্দর ভবনের সামনে থেকে একটি বর্ণাঢ্য র্যালী বন্দরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পুনরায় র্যালীটি বন্দরের সামনে এসে শেষ হয়। র্যালীতে মোংলা বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান রিয়ার এডমিরাল এম,শাহজাহান,বিএন,বন্দর কর্তৃপক্ষের পরিকল্পনা বিভাগের প্রধান মোঃ জহির উদ্দিন,প্রধান নিরিক্ষা কর্মকর্তা গোলদার শাহবাজসহ বন্দরের কর্মকর্তা,কর্মচারী ও শ্রমিকরা অংশগ্রহণ করেন।প্রতিবছর সেপ্টেম্বর মাসের শেষ সপ্তাহে সারা বিশ্বে ‘আন্তর্জাতিক নৌ দিবস’উদযাপিত হয় যা ‘বিশ্ব নৌ দিবস’হিসেবে দেশে পালিত হচ্ছে।
এর পূর্বে zoom software এ মাধ্যমে নৌপরিবহন অধিদপ্তর ও বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ এর যৌথ আয়োজনে “বিশ্ব নৌ দিবস-২০২০” আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের নৌ পরিবহন মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী জনাব খালিদ মাহমুদ চৌধুরী এমপি,মেজর(অবঃ) রফিকুল ইসলাম, বীর উত্তম,এমপি,সভাপতি, নৌ পরিবহন মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি এবং জনাব মোহাম্মদ মেজবাহ্ উদ্দিন চৌধুরী, সচিব, নৌ পরিবহন মন্ত্রণালয় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। উক্ত অনুষ্ঠানে মোংলা বন্দরের মাননীয় চেয়ারম্যান রিয়ার এডমিরাল এম শাহজাহান, বিএন zoom software এর মাধ্যমে সভায় অংশ গ্রহণ করেন।
কোন মন্তব্য নেই