Header Ads

Header ADS

খুলনায় ওষুধ কোম্পানির মালিকের কাছে চাঁদা দাবি, থানায় অভিযোগ


 

নিজস্ব প্রতিবেদকঃ

বটিয়াঘাটা উপজেলার ফুলতলা এলাকার নির্মাণাধীন নোভা এনিমেল হেলথ লিঃ ওষুধ কোম্পানির মালিকের কাছে ১০ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ উঠেছে। এ ব্যাপারে  গতকাল বৃহস্পতিবার বটিয়াঘাটা থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছেন ওষুধ কোম্পানির মালিক মোঃ শহিদুল ইসলাম। 


লিখিত অভিযোগে তিনি বলেন, তিনি আনুমানিক দুপুর দুইটায় তার ঔষধ কম্পানি বটিয়াঘাটার ফুলতলা নামক স্থানে তার ব্যাক্তিগত গাড়ীযোগে পৌছালে  মৃত্যুনজয় লস্কার (২৫) পিতাঃ খোকন লস্কার ও সবুজ বৈরাগি(২৬) পিতাঃ সমর বৈরাগি সহ অজ্ঞাতো  ৮/১০ জন যুবক তার গাড়ীর গতিরোধ করে। তারা তাকে  গাড়ী থেকে নামতে বলে, তিনি গাড়ী থেকে  নামার পর মৃত্যুনজয় লস্কার বলে আমরা পূর্ব বাংলা কমিটি পার্টি মৃণাল বাহিনির লোক দাদা ভারত এ আছে দাদা আপনার সাথে দেখা করতে বলছে আপনি আমাদের এইখানে ঔষধ কোম্পানি করছেন আমাদের অনেক ঝামেলা আছে অস্ত্র কেনা লাগবে দাদা পাঠায়ছে আপনি আমাদের দশ লক্ষ টাকা চাঁদা দেন , তখন তিনি চাঁদা দিতে অপরগতা স্বীকার করলে তাকে দেখে নেয়ার হুমকি দিয়ে বলে তোকে জানে মেরে ফেলবো,  তোর কোন বাপ আছে দেখি বলে তাকে গালিগালাজ করতে থাকলে তার কম্পানির সিকিউরিটি গার্ড ও অন্যান্য কর্মচারীরা এগিয়ে আসলে ওরা পালিয়ে যায়। যাবার সময় তাকে বলে তুই টাকা রেডি রাখিস না হলে তোর খবর আছে । তিনি দীর্ঘ দিন যাবৎ সুনামের সাথে ব্যবসা পরিচালনা করছেন। উক্ত ঘটনার পর তিনি আতকিংত আছেন  এবং  এ ব্যাপারে তিনি আইনগত সহায়তা চেয়েছেন।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.