'বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ সংস্থা'র উদ্দ্যোগে বাগেরহাট জেলায় 'শেয়ার ইওর হ্যাপিনেস প্রোগ্রাম'
শাওন মিরাজ, নিজস্ব প্রতিবেদকঃ
বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ সংস্থার উদ্দ্যোগে বাগেরহাট জেলায় আয়োজন করা হয়েছে 'শেয়ার ইওর হ্যাপিনেস'।আসহায় সুবিধাবন্ঞ্চিত শিশুদের সাথে আনন্দ ভাগ করে নেওয়ার উদ্দেশ্যে এই ভিন্ন ধর্মী আয়োজন করেছে সংগঠনটি।
উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ষাটগম্বুজ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এবং বাগেরহাট সদর উপজেলার আওয়ামী লীগের সভাপতি জনাব আখতারুজ্জামান বাচ্চু,বাগেরহাট জাদুঘরের কাস্টোডিয়ান শেখ গোলাম ফেরদৌস,প্রথম আলোর বাগেরহাট জেলা প্রতিনিধি ইনজামামুল হক।অনুষ্ঠানে অতিথিরা এই ভিন্ন ধর্মী উদ্দ্যোগকে স্বাগত জানান।
ষাটগম্বুজ ইউনিয়নের চেয়ারম্যান প্রধান অতিথির বক্তব্যে বলেন,'তরুনরাই আমাদের শক্তি।তারাই আমাদের দেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাবে।বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ সংস্থা যে বাগেরহাটে এই রকম একটা আয়োজন করেছে তা দেখে ভালো লাগছে।আমি আশা করে তারা এই রকম প্রোগ্রাম আরো বেশি করে আয়োজন করে পরিবেশকে সুন্দর কারার পাশাপাশি মানুষের জন্য কাজ করে যাক।'বিশেষ অতিথিরাও একই কথা বলেছেন বাগেরহাট জাদুঘরের কাস্টোডিয়ান স্যার বলেন,'অনুষ্ঠানের নামটা আমার খুব ভালো লেগেছে।এই রকম করে এখন খুব কম লোকই ভাবে অন্যের সাথে নিজের আনন্দ ভাগ করে নেওয়ার কথা।সেই দিক দিয়ে দেখলে খুবই ভালো একটা উদ্দ্যোগ এটা।আমি এই খানে কিছু সময় দিতে পেরে সত্যিই খুব ভালো লাগা কাজ করছে।'
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্য বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ সংস্থার বাগেরহাট টিমের লিডার শাওন মিরাজ সংগঠনের উদ্দেশ্য এবং 'শেয়ার ইওর হ্যাপিনেস' প্রোগ্রাম নিয়ে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন।এই সময় বাগেরহাট টিমের সহ-লিডার মিনহাজুর রহমান সহ সংগঠনের ডেলিগেটরা উপস্থিত ছিলেন।অনুষ্ঠান শেষে খাবার তুলে দেওয়া হয় সুবিধাবন্ঞ্চিত শিশুদের মাঝে।
কোন মন্তব্য নেই