Header Ads

Header ADS

মোংলায় খাল থেকে ৪২ কেজি হরিণের মাংস, হরিণ শিকারের ফাঁদসহ নৌকা জব্দ

 


মোঃনূর আলম(বাচ্চু),মোংলা প্রতিনিধিঃ

সুন্দরবনের মরাপশুর খাল থেকে ৪২ কেজি হরিনের মাংস, ১২ টি পা,তিনটি মাথা ও ৭৫০ টি হরিন শ্বীকারের ফাঁদসহ একটি নৌকা জব্দ করেছে বনবিভাগ। মঙ্গলবার(২৫ আগষ্ট) বিকালে সুন্দরবন থেকে হরিন পাচার হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে  অভিযান চালায় পূর্ব সুন্দরবনের চাঁদপাই রেঞ্জ কর্মকর্তা( এসিএফ) আমিনুল ইসলামের নেতৃত্বে বনবিভাগের একটি দল। এসময়  পাচারকারী চক্র বনবিভাগের তল্লাশি চৌকির কাছাকাছি এসে নৌকা রেখে গহীন বনে পালিয়ে যায়। 


বন প্রহরীরা তাদের আটকের চেষ্টা করে ব্যার্থ হয়।  পরে নৌকাটি তল্লাশি করে হরিনের মাংস,মাথা,পা ও হরিন শ্বীকারের ফাঁদ জব্দ করে বনবিভাগ। পূর্ব সুন্দরবনের বিভাগীয় বন কর্মকর্তা মোঃ বেলায়েত হোসেন এ তথ্য নিশ্চিত করে জানান, পাচারের সাথে জড়িত ব্যাক্তিরা পালিয়ে গেছেন। তবে সংখ্যায় পাচারকারী চক্রের পাঁচ জন নৌকাতে ছিলেন। পালিয়ে যাওয়ার সময় তাদের চিনতে পেরেছে বন প্রহরীরা। 


বুধবার (২৬ আগষ্ট) সকালে পাচারকারীদের বিরুদ্ধে খুলার দাকোব থানায় মামলা দায়ের করবে বনবিভাগ। একই সাথে আদালতের নির্দেশে জব্দকৃত হরিনের মাংস,মাথা ও পা বিনষ্ট করা হবে।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.