Header Ads

Header ADS

ফকিরহাটের বেতাগা ইউনিয়নের মুক্তিযোদ্ধা লক্ষীকান্ত দাশের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পূর্ণ


ফকিরহাট প্রতিনিধিঃ

বাগেরহাটের ফকিরহাট উপজেলার বেতাগা ইউনিয়নের চাঁদের ডোন গ্রামের যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা লক্ষীকান্ত দাশ (৭১) রবিবার গভীর রাতে পরলোক গমন করেছেন।মূত্যুকালে তিনি স্ত্রী, ১পুত্র ও ১কন্যা সহ গুনগ্রাহী রেখে গেছেন।১০ আগষ্ট সোমবার সকাল ১০টায় তার নিজ বাড়িতে গার্ড অব অনার প্রদান করেন বাগেরহাট জেলা পুলিশের চৌকশ পুলিশের একটি দল। গার্ড অব অনার পরিচালনা করেন বাগেরহাটের নির্বাহী ম্যাজিষ্ট্রেড মোঃ আজিজুল কবির।এর আগে ফকিরহাট উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের পক্ষ হতে তাকে ফুল দিলে শেষ শ্রদ্ধা জানান। এসময় উপস্থিত ছিলেন বেতাগা ইউপি চেয়ারম্যান মোঃ ইউনুস আলী শেখ।ফকিরহাট উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের ডেপুটি কমান্ডার সৈয়দ আলতাপ হোসেন টিপু, অমর দাশ, শেখ মোঃ আবু বক্কর, সুপ্রকাশ পাল, শুভদিয়া ফাঁড়ি পুলিশের ইনচার্জ এস.আই মহিদুল ইসলাম ও সহ বিভিন্ন শ্রেনী পেশার লোকজন। উল্লেখ্য, তিনি ১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধে বীরত্বের সাথে যুদ্ধ করে আহত হয়েছিলেন। তার মৃতেুতে গভীর শোক ও শোকার্থ পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন ফকিরহাট উপজেলা পরিষদের চেয়ারম্যান স্বপন দাশ ও বেতাগা ইউপি চেয়ারম্যান মোঃ ইউনুস আলী শেখ সহ মুক্তিযোদ্ধা সংসদের নেতৃবৃন্দ। এদিন তার বেতাগা শশ্মানে দাফনকার্যাদী সম্পন্ন হয়েছে।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.