Header Ads

Header ADS

COVID19 এর ভিতর থেকে ও PBRB পরিবারের পক্ষ থেকে জুন মাসে ২১০ ব্যাগ রক্তদান


নিজস্ব প্রতিবেদকঃ মোঃ সাব্বির রহমান 

 বর্তমান প্রজন্মের তরুণ ও যুবদের অভিনব ডিজিটাল ব্লাড ব্যাংক এবং ব্লাড ডোনেটিং অনলাইন সংগঠন প্রতিক্ষণ ব্লাড রিজার্ভেশন অব বাংলাদেশ।  যার মাধ্যমে স্বেচ্ছায় রক্তদাতা ও রক্ত গ্রহীতাদের সংযোগ ও সামাজিক উন্নয়নের সম্পর্ক সৃষ্টি করা।

বর্তমান করোনা ভাইরাস কোভিড ১৯ প্রাদুর্ভাবে বিশ্ব যখন নিস্তব্ধ যেখানে প্রতিটি মানুষই তার বা পরিবার নিরাপদ নিয়ে সন্ধিহান সেই সময়ই প্রতিক্ষণ ব্লাড রিজার্ভেশন অব বাংলাদেশের  রক্তযোদ্ধা সৈনিকরা মূমুর্ষদের জীবন বাঁচাতে রক্তদানে এগিয়ে এসেছে। শুধু মাত্র জুন ২০২০ পিবিআরবি সারা বাংলাদেশে ২১০ ব্যাগ রক্তদান করা হয়। যা এপর্যন্ত প্রতিক্ষণ এর স্বেচ্ছায় রক্তদানের সংখ্যা ৩৩৮৫ব্যাগ।

মুমূর্ষুদের বাঁচাতে প্রাণ ,
আসুন করি রক্ত দান-

এই স্লোগানকে সামনে রেখে  প্রতিক্ষণ যুব ফাউন্ডেশনের অধীনে ১ জুন ২০০৯ সালে কোয়ান্টাম এর মাধ্যমে ১৪ ব্যাগ রক্তদানের মধ্য দিয়ে শুরু হয় প্রতিক্ষণ এর পথচলা।  ২০১৫ সালে বাংলাদেশ ব্যাপী সম্প্রসারিত করা হয়। বর্তমানে দেশের প্রায় প্রতিটি জেলা ও বিভাগীয় কমিটি করে কার্যক্রম পরিচালনা করে যাচ্ছে।  প্রতিষ্ঠাতা সভাপতি আল সাজিদুল ইসলাম দুলাল দাদা ভাই স্বেচ্ছায় রক্তদানের মধ্য দিয়ে এই রক্তদান সংগঠন প্রতিক্ষণ ব্লাড রিজার্ভেশন অব বাংলাদেশে আমাকে যুক্ত করেন ২০১৯ সালে শেখ হাসিনা জাতীয় যুব উন্নয়ন ইনস্টিটিউট এর একটি রক্তদান অনুষ্ঠানের মাধ্যমে। দাদা ভাইয়ের মোটিভেশ এ আমি সেদিনই জীননে প্রথম রক্তদান করি এবং প্রতিক্ষণে যুক্ত হই।
প্রতিক্ষণ ব্লাড রিজার্ভেশন অব বাংলাদেশ  মূল কাজ ফেসবুক পেজের মাধ্যমে রক্ত গ্রহীতা ও রক্ত দাতাদের মধ্যে সম্পর্ক স্থাপন করে দেওয় এনং রক্তের জন্য আবেদন করার সুযোগ রয়েছে আমাদের এই ফেসবুক গ্রুপ ও পেজে।  এজন্য প্রতিক্ষণ এর রয়েছে একটি কল সেন্টারও  ; যার নম্বর ০১৯১৪৫৮১৭৩৮। রিকোয়েস্ট ফরম (অনুরোধ পত্র) পূরণ করে দিলে মুহূর্তের মধ্যেই বার্তা চলে যায় ‘প্রতিক্ষণ সদস্যদের ’-এর কাছে।
এজন্য রক্ত গ্রহীতা বা তার পক্ষ থেকে জানাতে হবে রক্তের গ্রুপ ও হাসপাতালের অবস্থান।
যারা রক্ত দিতে আগ্রহী তাঁরা কল সেন্টারে ফোন করে নাম নিবন্ধন করতে পারবেন।
বর্তমানে বাংলাদেশে প্রতিক্ষণ এর প্রতিটি জেলা এবং  বিভাগ  কমিটি মিলিয়ে সদস্য সংখ্যা প্রায় ৬,৮০০।
 স্বেচ্ছাসেবকের সংখ্যা প্রায় ১,৭০০ জন। ১০,০০০ রক্তদাতা বা ডোনারের ডেটাবেজ আছে প্রতিক্ষণ পরিচালনা পর্ষদ এর কাছে। আমাদের লক্ষ্য একটি ফিজিক্যাল ব্লাড ব্যাংক তৈরি করা এবং কমপক্ষে ১ কোটি মানুষের রক্ত সংক্রান্ত তথ্য বা ডাটাবেইজ সংরক্ষণ করা। প্রতিক্ষণ বর্তমানে গড়ে প্রতিদিন ১০ - ১৫ জন রোগীর রক্তের প্রয়োজন মেটাচ্ছে, যা রোগীদের জীবন বাঁচাতে দারুণ সহায়ক ভূমিকা পালন করছে। আমাদের এ যাবৎ প্রায় ৩,৫০০ ব্যাগ রক্তদান করা হয়েছে।
প্রতিক্ষণ পরিবারের সদস্যদের প্রান্তিক মানুষের সাহায্য ও সহযোগিতা করাই হচ্ছে মূল লক্ষ্য। মানুষের কাছে রক্তদাতাকে পৌঁছে দিতে আমাদের মোট ৩৫০ জনের একটি টিম কাজ করছে। এ পর্যন্ত আমরা ৩,৩৮৫ জনের বেশি ব্যক্তিকে রক্ত দিয়েছি ।
‘প্রতিক্ষণ’ এরই মধ্যে অর্জন করেছেন রক্তযোদ্ধা লিডারশীপ এ্যাওয়ার্ড-২০১৭। অর্জন করেছে ওমর একুশে স্মৃতি সম্মাননা ২০২০। মাধারতেরেসা পদক - ২০১৩।
সম্প্রতি, আন্তর্জাতিক সামাজিক যোগাযোগ মাধ্যম “ফেসবুক” অসাধারণ সহযোগিতা নিয়ে বাংলাদেশে ‘প্রতিক্ষণ’এর সাথে যুক্ত হয়েছেন অনেক ডাক্টার, সামাজিক ও মিডিয়া ব্যাক্তিত্ব সহ আরো অনেকে । আমরা আমাদের ওয়েবসাইটে সাধারন মানুষের ব্যবহারকারীদের জন্য যুক্ত করবো৷ ব্লাড গ্রুপ নামে একটি অপশন যেটা স্ব ইচ্ছায় যে যে ফেসবুককে নিজের রক্তের গ্রুপ এর তথ্য জানাবে, তখন সেই তথ্যটি ফেসবুক সংরক্ষণ করবে। যখন কারও রক্তের দরকার হলে তখনই ফেসবুক নোটিফিকেশন এর মাধ্যমে রক্ত গ্রহীতা ও রক্তদাতাদের যুক্ত করে দিবে।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.