ফকিরহাটে কিন্ডারগার্টেন স্কুলের শিক্ষক কর্মচারীদের আর্থিক সহায়তা প্রদান ও মাক্স বিতরণ
ফকিরহাট প্রতিনিধিঃ
বাগেরহাটের ফকিরহাট উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা অডিটোরিয়ামে ২৯জুলাই বুধবার সকাল ১১টায় করোনা কালীন পরিস্থিতিতে কর্মহীন হয়েপড়া ফকিরহাট উপজেলার সকল কিন্ডারগার্টেন স্কুলের শিক্ষক-শিক্ষিকা ও কর্মচারীদের মাঝে করোনা পরিস্থিতিতে আর্থিক সহায়তা প্রদান ও করোনা কালীন পরিস্থিতিতে বাগেরহাট ১ আসনের এমপি মহোদয় জননেতা শেখ হেলাল উদ্দীন এর পক্ষথেকে সকলকে মাক্স বিতরণ করা হয়। বেতাগা প্রি-ক্যাডেট স্কুলের অধ্যক্ষ মোঃ আলমগীর হোসেন এর সঞ্চালনায় ফকিরহাট উপজেলা নির্বাহী অফিসার তানভীর রহমান এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফকিরহাট উপজেলা পরিষদের চেয়ারম্যান স্বপন দাশ।
এসময় অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন ফকিরহাট উপজেলা ভাইস চেয়ারম্যান শেখ মুস্তাহিদ সুজা, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ অসীম কুমার সমাদ্দার, উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা পিন্টু রঞ্জন দাশ,উপজেলা প্রকৌশলী এম.এম.এ বকর,উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সাঈদা দিলরুবা সুলতানা, মানসা-বাহিরদিয়া ইউপি চেয়ারম্যান মোঃ রেজাউল করিম ফকির প্রমুখ।উক্ত অনুষ্ঠানে উপজেলার সকল কিন্ডারগার্টেন স্কুলের ১৩০ জন শিক্ষক-শিক্ষিকা ও কর্মচারীদের ১ হাজার টাকা করে মোট ১ লক্ষ ৩০ হাজার টাকা ও মাক্স প্রদান করা হয়।
কোন মন্তব্য নেই