বাগেরহাটে কিন্ডারগার্টেন স্কুলের পক্ষথেকে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রীর কাছে স্বারকলিপি প্রেরণ
ফকিরহাট প্রতিনিধিঃ
বাগেরহাটে করোনা ভাইরাসের মহামারিতে ক্ষতিগ্রস্থ কিন্ডারগার্টেন স্কুল গুলো আর্থিক অনুদান ও সহজ শর্তে ঋণের দাবিতে বুধবার দুপুর ১টায় জেলা প্রশাসকের কার্যালয়ে বাংলাদেশ কিন্ডারগার্টেন এসোসিয়েশন খুলনা অঞ্চল শাখার বাগেরহাট জেলার কিন্ডারগার্টেন স্কুলের প্রধানগন দশ দফা দাবি সংবলিত একটি স্বারকলিপি বাগেরহাটের জেলা প্রশাসক মোঃ মামুনুর রশীদ মহোদয়ের মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা কাছে পাঠিয়েছেন। স্বারকলিপিটি জেলা প্রশাসক মহোদয়ের পক্ষে গ্রহন করেন বাগেহরহাট জেলা অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক) শেখ কামরুল ইসলাম।স্বারকলিপি প্রদান কালে উপস্থিত ছিলেন বাগেরহাট শহরের গ্রীনহার্ট স্কুলের পরিচালনা পর্ষদের সভাপতি এ্যাডভোকেট মুজিবুল হক,অধ্যক্ষ তিথি দেবনাথ, শিশু অংগন বিদ্যানিকেতনের পরিচালক মোঃ কামরুজ্জামান, আইডিয়াল কিন্ডারগার্টেনের অধ্যক্ষ ফাহমিদা আক্তার লোপা,ফকিরহাট উপজেলার বেতাগা প্রি-ক্যাডেট স্কুলের অধ্যক্ষ মোঃ আলমগীর হোসেন,রামপাল উপজেলার অর্পা গ্রেরিয়াস কিন্ডারগার্টেন পরিচালক সান্তনু সরকার প্রমুখ।
কোন মন্তব্য নেই