Header Ads

Header ADS

রামপালে আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের বৃক্ষরোপণ কর্মসূচি পালন



জাকারিয়া হুসাইন ( রামপাল সদর প্রতিনিধি )।।

রামপাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে বৃক্ষরোপণ এর মধ্য  দিয়ে, সড়ক মহাসড়কে মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি শুরু করেছে রামপালের আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের সদস্যরা। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে দলের প্রত্যেককে তিনটি করে গাছ রোপণের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরই অংশ হিসেবে এ কর্মসূচির আয়োজন করা হয়। রবিবার (৫ জুলাই) সকালে রামপাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে বনজ ঔষধি ও ফলজ গাছের চারা রোপণের মধ্য দিয়ে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করা হয় , এসময় উপস্থিত ছিলেন, ডাঃ সুকান্ত কুমার পাল ,উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা রামপাল, রামপাল উপজেলা আওয়ামীলীগের সহ-প্রচার সম্পাদক শেখ শরিফুল ইসলাম, উপজেলা যুবলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক শেখ মনির আহমেদ প্রিন্স,উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক শেখ বাকী বিল্লাহ, উপজেলা যুবলীগের সদস্য কামরুজ্জামান টুকু, উপজেলা যুবলীগের সদস্য জাকারিয়া হুসাইন (রুবেল) মহিলা আওয়ামী লীগের সভানেত্রী সালিমা আক্তার উর্মি, ছাত্রলীগ নেতা জাকারিয়া মোল্লা ও অন্যান্য নেতাকর্মীরা।

 গত ১৫ জুন বিকেলে গণভবন থেকে ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে কৃষকলীগ আয়োজিত বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধনকালে তিনটি করে গাছ লাগানো আহ্বান জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। কনফারেন্সিংয়ে আওয়ামী লীগসহ এর সব সহযোগী ও ভ্রাতৃপ্রতিম সংগঠনের নেতা-কর্মীদের উদ্দেশে শেখ হাসিনা বলেন, ‘সারা বাংলাদেশে বৃক্ষরোপণ করতে হবে। যেখানে যত নেতা-কর্মী আছেন, মূল দল আওয়ামী লীগের  সঙ্গে সব সহযোগী সংগঠন; প্রত্যেক সংগঠনের প্রতিটি সদস্য তিনটি করে গাছ লাগাবেন। কে কয়টা গাছ লাগালো এবার সেটাও দেখতে চাই।’ একই সঙ্গে দেশবাসীকেও গাছ লাগানোর আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। নেতাকর্মীদের অন্তত ৩টি করে গাছ লাগানোর নির্দেশ শেখ হাসিনার।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.