ফকিরহাটের কৃষকদের মাঝে সাড়ে ৭ শতাধিক লেবু গাছের চারা বিতরণ
ফকিরহাট প্রতিনিধিঃ
বাগেরহাটের ফকিরহাট উপজেলা কৃষি অফিসের উদ্যোগে সাড়ে ৭ শতাধিক কৃষকদের মাঝে সাড়ে ৭ শতাধিক লেবু গাছের চারা বিতরণের শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়।ফকিরহাট উপজেলার বিভিন্ন ইউনিয়নে লেবু গাছের চারা বিতরণের অংশ হিসেবে আজ বেতাগা ও শুভদিয়া ইউনিয়নের কৃষকদের মাঝে লেবু গাছের চারা বিতরণ করা হয়। দেশের প্রথম ব্যাপক আকারে লেবু গাছের চারা বিতরণের উদ্যোগ নিয়েছেন ফকিরহাট উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবীদ নাছরুল মিল্লাত।
১৬ জুলাই রোজ বৃহস্পতিবার সকাল ১০টায় বেতাগা আদর্শ মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের হলরুমে কৃষকদের নিয়ে মাঠ দিবস অনুষ্ঠানে লেবু চারা বিতরণের শুভ উদ্বোধন করেন ফকিরহাট উপজেলা পরিষদের চেয়ারম্যান স্বপন দাশ। প্রধান অতিথির বক্তব্যে ফকিরহাট উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবীদ নাছরুল মিল্লাত এর এই ব্যাতিক্রমি উদ্যোগকে স্বাগত জানিয়েছেন, তিনি বলেন করোনা পরিস্থিতিতে সকলকে কৃষিতে বিপ্লব ঘটাতে হবে তাহলে খাদ্যের ঘাটতি হবেনা।
কৃষি কর্মকর্তা কৃষিবীদ নাছরুল মিল্লাত বলেন মাননীয় প্রধান মন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নির্দেশনা প্রতি ইন্চি জমি বা বসতবাড়ির আঙ্গিনা সহ প্রতিত জমি কৃষিতে ব্যবহারের মাধ্যমে সবজি বা ফল গাছ রোপন করা এবং করোনা কালীন সময়ে করোনা ভাইরাস প্রতিরোধে শরিরে ভিটামিন সি এর ঘাটতি মেটাতে টক ফলের বিকল্প নাই তাই টক ফল হিসেবে লেবু গাছের চারা বিতরণ করা হচ্ছে।
উক্ত অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন বেতাগা ইউপি চেয়ারম্যান মোঃ ইউনুস আলী শেখ,ফকিরহাট উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার তন্ময় দত্ত, বেতাগা বেতাগা আদর্শ মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক নিখিল চন্দ্র দাশ,উপ-সহকারী কৃষি কর্মকর্তা প্রদীপ কুমার মন্ডল,উপ-সহকারী কৃষি কর্মকর্তা মোঃ সোলাইমান মন্ডল,উপ-সহকারী কৃষি কর্মকর্তা সুমন বাকচি প্রমুখ।প্রশিক্ষণে করোনা ভাইরাস পরিস্থিতিতে শারিরিক দুরত্ব ও স্বাস্থ্যবিধি মেনে কৃষকদের মাঝে লেবু গাছ ছাড়াও টক ফল যেমন বেল ও আমলকি গাছের চারা বিতরণ করা হয়।
কোন মন্তব্য নেই