মোংলায় মাস্ক ব্যাবহার না করায় ভ্রাম্যমান আদালতে জরিমানা
মোঃনূর আলম(বাচ্চু),মোংলা প্রতিনিধিঃ
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের নির্দেশনা মোতাবেক গত ১১ জুলাই স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রনালয় কর্তৃক মাস্ক ব্যবহারে পরিপত্র জারি করা হয়েছে। পরিপত্র অনুযায়ী সকল সরকারী, আধা সরকারি, স্বায়ত্তশাসিত ও বেসরকারি প্রতিষ্ঠানে কর্মরত কর্মকর্তা, কর্মচারী ও সংশ্লিষ্ট অফিসে সেবা গ্রহীতাগণকে বাধ্যতা মূলকভাবে মাস্ক ব্যবহারে প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করা হয়েছে এবং নিত্য প্রয়োজনীয় পণ্য ক্রয় করার সময় জনসাধারনকে অবশ্যই মাস্ক ব্যবহার করার জন্য বাংলাদেশ নৌবাহিনী নিরলসভাবে কাজ করে যাচ্ছে।
সেই ধারাবাহিকতায় মোংলা নৌ কন্টিনজেন্ট পৌর শহর ও ৬ ইউনিয়নের গুরুত্বপূর্ণ হাটবাজার, শপিং মল, দোকান, বিপনী বিতানসহ অন্যান্য ব্যবসা প্রতিষ্ঠানে
নো মাস্ক নো সেল বাস্তবায়নে কঠোরভাবে দায়িত্ব পালন করছে। চলমান কার্যক্রমের অংশ হিসেবে নৌ কন্টিনজেন্ট মোংলা উপজেলার বেঁড়িবাধ, শেখ আব্দুল হাই সড়ক, বিএলএস রোড, পাওয়ার হাউস রোড, কলেজ রোড, দিগরাজ বাজার, আপা বাড়ি, বুড়িরডাঙ্গা এলাকায় নিয়মিত সচেতনতামূলক টহল অব্যাহত রেখেছে নৌবাহিনী। মোংলা উপজেলার হাসপাতাল চত্বরের বিভিন্ন এলাকায় জেলা প্রশাসনের সহায়তায় ভ্রাম্যমান আদালত পরিচালনায় সহায়তা করেছে নৌবাহিনীর কন্টিনজেন্ট।
এসময় মাস্ক পরিধান না করার জন্য বিভিন্ন দোকান ও মোটর সাইকেল চালকদের ১৪ হাজার ৭০ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। পাশাপাশি সকল দোকান পাট, ব্যবসা প্রতিষ্ঠানের ক্রেতা বিক্রেতা সকলকে মাস্ক ব্যবহার ও স্যানিটাইজার দিয়ে ঘন ঘন হাত ধোয়ার প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করা হয়েছে নৌ কন্টিনজেন্টের পক্ষ থেকে। মোংলা নৌ কন্টিনজেন্ট কমান্ডার লেফটন্যান্ট কমান্ডার এ.টি এম রিজওয়ানুল জান্নাত ও লেফটেন্যান্ট এম রাকিবুল ইসলাম তানভীর এবং লেফটেন্যান্ট এন এম এম কায়সারের নেতৃত্বে নৌবাহিনী মোংলার স্থানীয় প্রশাসনকে সার্বিকভাবে সহযোগিতা করে যাচ্ছে।
বাংলাদেশ নৌবাহিনীর একটি দায়িত্বশীল সূত্র জানায়, বাংলাদেশ সরকারের নির্দেশনা মোতাবেক কোভিড-১৯ সংক্রমণ রোধকল্পে গত মার্চ ২০২০ থেকে কমান্ডার খুলনা নেভাল এরিয়ার তত্ত্বাবধানে মোংলায় টহল পরিচালনা করছে বাংলাদেশ নৌবাহিনী। প্রাণঘাতী এই ভাইরাস সংক্রমণ রোধকল্পে বাংলাদেশ নৌবাহিনী তাদের বহুমুখী প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে।
কোন মন্তব্য নেই