জমে উঠেছে ফকিরহাটের বেতাগার পশুর হাট,সার্বিক দিকনির্দশনা মেনেই চলছে এ হাট
ফকিরহাট প্রতিনিধিঃ
দক্ষিণাঞ্চলের সর্ববৃহৎ পশুর হাট ফকিরহাটের বেতাগা পশুর হাট।আগত কুরবানির ঈদ পবিত্র ঈদ উল আযাহা উপলক্ষে বেতাগা পশুর হাটে করোনা পরিস্থিতিতে সরকারি প্রশাসনিক সার্বিক দিক নির্দশনা মেনেই চলছে বেতাগা পশুর হাট।এর মধ্যেই জমে উঠেছে হাট।পশু বেড়েছে আগের তুলনায়। হাটে দেশি গরুর সংখ্যা বেশি।
বেতাগা পশুর হাটে বাগেরহাট জেলা প্রাণী সম্পদ উন্নয়ন কর্মকর্তা লৎফর রহমান সকলের মাঝে পশুর হাটের নির্দেশনার লিপলেট বিতরণ করেন।এছাড়া হাটে ভেটেরিনারি পশু চিকিৎসক উপজেলা এল ই ও ডাঃ দুলাল হোসেন,এল এফ এ অমিত কির্ত্তনীয়া, এল এফ এফ পিন্টু দাশ,ভেক্সিনেটর মোঃ রফিকুল ইসলাম প্রমুখ।
ফকিরহাট উপজেলা পরিষদের চেয়ারম্যান স্বপন দাশ বলেন, ফকিরহাট উপজেলাতে মোট দুইটি হাটে পবিত্র ঈদ উল আযাহা উপলক্ষে ফকিরহাট সদর ইউনিয়নে বনফুল মাধ্যমিক বিদ্যালয়ের মাঠের পশুর হাট এবং বেতাগা পশুর হাট। হাট দুইটিতে করোনা ভাইরাস পরিস্থিতিতে সকল নিয়ম মেনে চলছে। ক্রেতা বিক্রেতা সকলে শারিরিক দুরত্ব ও স্বাস্থ্য বিধি মেনে ক্রয় বিক্রয় করছে।হাটে রয়েছে করা নিরাপত্তা ও শৃংখলা রক্ষার জন্য পুলিশ ও স্বেচ্ছাসেবক টিম।টাকা যাচাই করার মেশিন,টাকা গনোনার মেশিন সহ রয়েছে ভেটেরিনারি পশু চিকিৎসকবৃন্দ। হাটে রয়েছে প্রশাসনিক কড়া নজরদারী। এছাড়া উপজেলা পরিষদ ও উপজেলা প্রশাসনের ভ্রাম্যমান টিম হাটের সার্বিক পরিস্থিতি নজর দারি রয়েছে।
বেতাগা পশুর হাট পরিচালনা কমিটির সভাপতি আনন্দ কুমার দাশ বলেন,আজ ২৭ জুলাই সোমবার থেকে ৩১ জুলাই শুক্রবার প্রতিদিন ভোর থেকে বিকাল ৫ টা পর্যন্ত চলবে বেতাগা পশুর হাট। বরাবরের মত সার্বিক শৃংখলা বজায়ে রাখতে স্বেচ্ছাসেবক টিম ও প্রশাসনিক টিম কাজ করছে। গাড়ি রাখা এবং পশু গাড়িতে উঠানোর সুব্যবস্থা রয়েছে। হাটে করোনা পরিস্থিতিতে মাক্স বিতরণ করা হচ্ছে।তিনি আরো বলেন, করোনা পরিস্থিতিতে প্রথম থেকেই শারিরিক দুরত্ব ও স্বাস্থ্য বিধি মেনেই হাট পরিচালনা করছি। বেতাগা পশুর হাটে ক্রয় বিক্রয়ের একটি নিরাপদ আশ্রায় স্থল।তাই সকলকে আহব্বন জানাচ্ছি।
বেতাগা পশুর হাট পরিচালনা কমিটির সাধারন সম্পাদক অসিত দাশ বলেন হাটে বিগত বছরের তুলনায় ক্রয় বিক্রয় কম হচ্ছে।তিনি আরো বলেন হাটে সার্বিক পরিস্থিতি ও নিয়মাবলী মানার জন্য চলছে প্রচারণা মাইকিং। হাটে হাত ধুয়ার জন্য ও ব্যবস্থা করা হয়েছে।
কোন মন্তব্য নেই