Header Ads

Header ADS

নসিমন করিমনের দাপটে অতিষ্ঠ দক্ষিণ অঞ্চলের মানুষ




মোঃ সাব্বির শাওন, বাগেরহাট সদর প্রতিনিধিঃ


এক যুগের বেশি ধরে রাস্তায় রাজত্ব করে চললেও নেপথ্য হয়নি অবৈধ যানবাহন নসিমন করিমন, বাংলাদেশের দক্ষিণ অঞ্চলে একযুগের বেশি ধরে রাস্তায় অবৈধ ভাবে চলে আসছে নসিমন-করিমন লাইসেন্স রোড পারমিট ফিটনেস কিছু ঠিক না থাকলেও উচ্চগতির সীমা নেই এই গাড়ির। রাস্তা নষ্ট দুর্ঘটনা ও প্রাণনাশের কমতি নেই নসিমন করিমনের দুর্ঘটনায়, অধিক তর পণ্য বহন করা হয় এই গাড়িতে যার ফলে ছোট কালভাট ব্রিজ ও রাস্তার ব্যাপকহারে ক্ষতি হচ্ছে তাছাড়াও বেপরোয়া গতিতে নসিমন করিমন চলাচল এবং রাস্তার যথাযথ নিয়ম কানুন না মেনে গাড়ি চালানোর কারণে প্রাণ যাচ্ছে রাস্তার সাধারন জনগনের ও গবাদি পশুর এবং উচ্চ শব্দের কারণে ব্যাহত হয় স্কুল-কলেজ-মাদ্রাসার পাঠদান ও জরুরী মিটিং ও অন্যান্য কাজের, রাস্তার রাজা হোন্ডা কে বলা হলেও দক্ষিণাঞ্চলে এরূপ ভিন্ন রাস্তার আজরাইল নামক এই যানবাহনে প্রতিনিয়তই ঘটছে দুর্ঘটনা ও প্রাণনাশের।

এই অবৈধ যানবাহনের কারণে স্বতঃস্ফূর্ত ভাবে চলতে পারে না রাস্তার অন্য যানবাহন ফিটনেসবিহীন এই যানবাহনে নেই ভালো ব্রেকিং সিস্টেম, হর্ন, হেড লাইট, ইন্ডিকেটর লাইট, যা দুর্ঘটনার মূল কারণ হিসেবে চিহ্নিত করা হচ্ছে তাছাড়া এ যানবাহনের নেই কোনো বৈধ লাইসেন্স, স্বল্পমূল্যের ইঞ্জিন বা ডিজেল চালিত ইঞ্জিন তারা অদক্ষ কারিগর দ্বারা তৈরি করা হয় যার কারণে বেপরোয়া গতিতে চলতে থাকে এই যানবাহন দীর্ঘ একযুগের বেশি ধরে এ যানবাহন রোডে দাপট চালিয়ে গেলেও প্রশাসন তাদের কে দমিয়ে রাখতে পারেনি তাই দিন দিন তাদের খামখেয়ালি মাশুল দিতে হচ্ছে সাধারণ জনগণের দক্ষিণাঞ্চলের মানুষ এরূপ অবৈধ যানবাহন উচ্ছেদ করতে হস্তক্ষেপ জানিয়েছেন ঊর্ধ্বতন কর্মকর্তাদের কাছে অবৈধ যানবাহন উচ্ছেদ হবে এ বাংলায় দেশের প্রতিটি জেলায় এমনটাই প্রত্যাশা করছেন ভুক্তভোগীরা।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.