Header Ads

Header ADS

আগামী ২ মাস সু্ন্দরবনে মাছ,কাকড়া আহরণ নিষিদ্ধ

মোঃনূর আলম(বাচ্চু),মোংলা প্রতিনিধিঃ


সুন্দরবনের সকল নদ নদীতে মৎস্য আহরণ নিষিদ্ধ করেছে বনবিভাগ। আজ বুধবার (১ জুলাই) থেকে এ নিষেধাজ্ঞা শুরু হয়েছে থাকবে আগামী ৩০ আগস্ট পর্যন্ত। এই দুই মাস মৎস্য আহরণ বন্ধ থাকবে। সুন্দরবনের মৎস্য সম্পদ রক্ষায় ইন্টিগ্রেটেড রিসোর্সের ম্যানেজমেন্ট প্লানস(আইআরএমপি) এর সাথে ২০১৯ সালে একটি চুক্তিতে আবদ্ধ হয় বাংলাদেশ। ওই চুক্তি মোতাবেক জুলাই-আগস্ট দুই মাস সুন্দরবনের নদ-নদীতে অধিকাংশ মাছের প্রজনন মৌসুম এর সময় মৎস্য এবং কাকড়া আহরণের উপর নিষেধাজ্ঞা জারি করা হয়। 

পূর্ব সুন্দরবনের বিভাগীয় বন কর্মকর্তা বেলায়েত হোসেন জানান,দুই মাস মৎস্য আহরণ নিষিদ্ধ থাকলে সুন্দরবনের নদী খালে যেমনি মাছ বৃদ্ধি পাবে তেমনি অন্যান্য প্রানি,উদ্ভিদসহ সব জীবের ক্ষেত্রে ইতিবাচক দৃশ্যমান ভূমিকা রাখবে। এ কর্মকর্তা আরো জানান,পরবর্তী নির্দেশনা না আসা পর্যন্ত প্রতিবছর একই সময়ে মাছ আহরণ নিষিদ্ধ চলমান থাকবে। এ সময়ে চোরা শিকারিরা যেন মেতে উঠতে না পারে সে জন্য বনে টহল আরো জোরদার করা হবে।আর নিষিদ্ধ সময়ে মৎস্য আহরণ বন্ধ রাখতে ২৪ জুন থেকে সুন্দরবনে প্রবেশে জেলেদের সকল প্রকার পাশপামিট বন্ধ রেখেছে বনবিভাগ।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.