Header Ads

Header ADS

টানা তিন দিনের বৃষ্টিতে আজও মোংলা বন্দরে পণ্য বোঝাই-খালাস ব্যাহত



মোঃনূর আলম(বাচ্চু) (মোংলা ) প্রতিনিধঃ

মোংলা সমুদ্র বন্দরে বৃহস্পতিবারও তিন নম্বর স্থানীয় সতর্ক সংকেত বলবৎ রয়েছে। উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় গভীর সঞ্চালণশীল মেঘমালার সৃষ্টি হওয়াতে বুধবার থেকে মোংলা বন্দরকে তিন স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলে আবহাওয়া অফিস।
এর প্রভাবে বৃষ্টিপাত অব্যাহত রয়েছে। বুধবার মোংলায় বৃষ্টিপাত হয়েছে ৬৮ মিলিমিটার, যা খুলনা বিভাগের মধ্যে সর্বোচ্চ বৃষ্টিপাত।
তবে বৃষ্টিপাত কখনও বাড়ছে, আবার কখনও কিছুটা কমছে। টানা এ বৃষ্টিপাতের কারণে মোংলা বন্দরে অবস্থানরত পণ্যবাহী বিদেশি জাহাজের মালামাল ওঠানামার কাজ মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে।
মোংলা বন্দর কর্তৃপক্ষের হারবার মাস্টার কমান্ডার ফখরউদ্দিন বলেন, বৃষ্টিতে ভিজে নষ্ট হওয়ার আশঙ্কায় সার ও ক্লিংকারসহ এ জাতীয় পণ্যের জাহাজের কাজ বন্ধ রাখা হচ্ছে।
এছাড়া অন্যান্য পণ্যবাহী জাহাজের কাজও ব্যাহত হচ্ছে। অতি বৃষ্টির কারণে বন্দর চ্যানেলে থাকা বিদেশি জাহাজগুলোতে কাজ বন্ধ থাকছে, বৃষ্টি কমলে আবারও কাজ শুরু হচ্ছে। তবে সার্বক্ষণিক কাজ চলছে বন্দর জেটি, কন্টেইনার ও কার ইয়ার্ডে।
এদিকে টানা দুই দিনের বৃষ্টিতে পৌর শহরের পূর্ব কবরস্থান এলাকার কাজী সামসুল হক সড়কসহ বিভিন্ন এলাকা জলাবদ্ধ হয়ে পড়েছে। বৃষ্টিতে তলিয়ে ক্ষতির সম্মুখীন হয়ে পড়েছে কয়েক’শ চিংড়ি ঘের মালিকও।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.