Header Ads

Header ADS

শরণখোলায় নির্মানাধীন ৩৫/১ পোল্ডারের ক্ষতিগ্রস্ত গাবতলা ও বগী এলাকার বাঁধ নির্মাণের কাজ শুরু




শরণখোলা মোঃ লালচান মাহমুদ থেকেঃ

সুপার সাইক্লোন আম্ফানের প্রভাবে বাগেরহাটের শরণখোলায় নির্মানাধীন ৩৫/১ পোল্ডারের ক্ষতিগ্রস্ত গাবতলা ও বগী এলাকার বাঁধ নির্মাণের কাজ শুরু হয়েছে।
ঘূর্ণিঝড় আম্পানের তান্ডবলীলার প্রায় ১মাস অতিবাহিত হলেও সেনাবাহিনীর তত্ত্বাবধায়নে নতুন করে নির্মাণকাজ শুরু হওয়ায় স্বস্তি প্রকাশ করেছেন ক্ষতিগ্রস্থ এলাকাবাসী।


শুক্রবার বিকেলে সেনাবাহিনীর তত্ত্বাবধানে উপজেলার সাউথখালী ইউনিয়নের গাবতলা আশার আলো জামে মসজিদের সামনে থেকে এ বাঁধের কাজ আনুষ্ঠানিক শুরু হয়। পাশাপাশি আম্ফানের প্রভাবে সৃষ্ট জলোচ্ছ্বাসে এবং বাধেঁর ৮টি পয়েন্ট ভেঙ্গে লোকালয়ে প্রবেশকৃত লবণ পানি অপসারণের কাজও শুরু হয়েছে।


স্থানীয় বাসিন্দারা জানান, ঘূর্ণিঝড় আম্ফানে ক্ষতিগ্রস্ত বেড়িবাঁধের সংস্কার শুরু হয়েছে। কিন্তু নদীশাসন না করে টেকসই বেড়িবাঁধ নির্মাণ করা হলে আবার ক্ষতিগ্রস্থ হওয়ার আশংকা প্রকাশ করেন তারা।
বাগেরহাট পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মোঃ নাহিদুজ্জামান খান বলেন, ৩৫/১ পোল্ডারের ১৭শ মিটার ক্ষতিগ্রস্ত বাঁধের সংস্কার ও ৬শ মিটার নদীর তীর সংরক্ষণের কাজ সেনাবাহিনীর তত্ত্বাবধানে শুরু হয়েছে এবং ঝুঁকিপূর্ণ দুই কিলোমিটার অংশে নদীশাসন করে টেকসই বেড়িবাঁধ নির্মাণের প্রক্রিয়া চলমান রয়েছে। আশা করি অল্প সময়ের মধ্যে এই প্রকল্পটি অনুমোদন হবে।


উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আজমল হোসেন মুক্তা বলেন, ঘূর্ণিঝড় আম্পানে ভেঙে যাওয়া বেড়িবাঁধ এলাকায় ক্ষতিগ্রস্ত বাঁধের নির্মাণ কাজ শুরু হয়েছে। আশাকরি খুব দ্রুত টেকসই বেড়িবাঁধ নির্মাণ হবে।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.