বাগেরহাটে করোনায় আক্রান্তের শীর্ষে সদর থানা, প্রভাব কম মোংলায়
টাইমস ডেস্কঃ
বাগেরহাট জেলায় সব থেকে বেশি করোনা আক্রান্ত রোগী সদর থানায় (২৮) জন যাদের ভিতর ১৩ জনই পৌরসভা এরিয়ার ভিতরে। ২৬ জন করোনা আক্রান্ত রুগী নিয়ে ২য় অবস্থানে আছে ফকিরহাট থানা। আর ১ জন করোনা আক্রান্ত রুগী নিয়ে তালিকায় সবার নিছে অবস্থান করছে মোংলা থানা। যে কারনে বলা হচ্ছে বাগেরহাট জেলার মোংলা থানায় করোনার প্রভাব তুলনামূলক কম।
বাগেরহাট জেলার করোনার সর্বশেষ পরিস্থিতি
আজ ২২/০৬/২০২০ তারিখ পর্যন্ত
মোট নমুনা পাঠানো হয়েছেঃ ১৮৪০ টি
মোট রিপোর্ট এসেছেঃ ১৪৭৯ টি
এখন পর্যন্ত বাগেরহাট জেলায় মোট আক্রান্ত ১১২ জন।
এবং এখন পর্যন্ত পজেটিভ কেস থেকে সুস্থ হওয়ার সংখ্যা ৩০ জন। (সর্বমোট মৃত ২জন)
থানা ভিত্তিক মোট করোনা রুগিঃ
বাগেরহাট সদর - ২৮ জন
(এর মধ্যে পৌরসভায় আছেন ১৩ জন)
ফকিরহাট- ২৬ জন
শরণখোলা- ১৭ জন
কচুয়া- ৯ জন
রামপাল- ৯ জন
চিতলমারী- ৮ জন
মোল্লাহাট- ৮ জন
মোড়েলগঞ্জ- ৬ জন
মংলা- ১ জন
সূত্র: এম ডি. ফিরোজ শেখ, করোনা স্বাস্থ্যসেবা স্বেচ্ছাসেবক, বাগেরহাট।
বাগেরহাট জেলায় সব থেকে বেশি করোনা আক্রান্ত রোগী সদর থানায় (২৮) জন যাদের ভিতর ১৩ জনই পৌরসভা এরিয়ার ভিতরে। ২৬ জন করোনা আক্রান্ত রুগী নিয়ে ২য় অবস্থানে আছে ফকিরহাট থানা। আর ১ জন করোনা আক্রান্ত রুগী নিয়ে তালিকায় সবার নিছে অবস্থান করছে মোংলা থানা। যে কারনে বলা হচ্ছে বাগেরহাট জেলার মোংলা থানায় করোনার প্রভাব তুলনামূলক কম।
বাগেরহাট জেলার করোনার সর্বশেষ পরিস্থিতি
আজ ২২/০৬/২০২০ তারিখ পর্যন্ত
মোট নমুনা পাঠানো হয়েছেঃ ১৮৪০ টি
মোট রিপোর্ট এসেছেঃ ১৪৭৯ টি
এখন পর্যন্ত বাগেরহাট জেলায় মোট আক্রান্ত ১১২ জন।
এবং এখন পর্যন্ত পজেটিভ কেস থেকে সুস্থ হওয়ার সংখ্যা ৩০ জন। (সর্বমোট মৃত ২জন)
থানা ভিত্তিক মোট করোনা রুগিঃ
বাগেরহাট সদর - ২৮ জন
(এর মধ্যে পৌরসভায় আছেন ১৩ জন)
ফকিরহাট- ২৬ জন
শরণখোলা- ১৭ জন
কচুয়া- ৯ জন
রামপাল- ৯ জন
চিতলমারী- ৮ জন
মোল্লাহাট- ৮ জন
মোড়েলগঞ্জ- ৬ জন
মংলা- ১ জন
সূত্র: এম ডি. ফিরোজ শেখ, করোনা স্বাস্থ্যসেবা স্বেচ্ছাসেবক, বাগেরহাট।
মোংলায় নমুনা সংগ্রাহকদের নেই তাই রুগিও নেই!!!!
উত্তরমুছুন