Header Ads

Header ADS

শরণখোলায় রেঞ্জ পূর্ব সুন্দরবন কর্মকর্তার মোঃ শামসুল হকের মৃত্যু





মোঃ লালচান মাহমুদ শরণখোলা থেকেঃ

পূর্ব সুন্দরবন বিভাগের শরণখোলা স্টেশন কর্মকর্তা মোঃ শামসুল হক মারা গেছেন। মৃত্যুর সময় তার ছিলো ৫৯ বছর। বুধবার দুপুরে শরণখোলা ষ্টেশন অফিসে অবস্থানকালে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। বিকেল ৪টার দিকে শরণখোলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন। তিনি দীর্ঘদিন ধরে ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ ও হার্টের সমস্যায় ভুগছিলেন বলে তার সহকর্মীদের মাধ্যমে জানা গেছে। 

শরণখোলা রেঞ্জের সহকারী বনসংরক্ষক (এসিএফ) মোঃ জয়নাল আবেদীন জানান, শামসুল হক ২০১৮ সালের ২৮ অক্টোবর পূর্ব-সুন্দরবনের শরণখোলার স্টেশন কর্মকর্তা হিসেবে যোগদান করেন। টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার মহিষামুরা গ্রামের মৃতঃ ইমাম উদ্দিন মাষ্টারের ছেলে। তার স্ত্রী ও একটি কন্যা সন্তান রয়েছে। শামসুল হকের মৃত্যুতে বনবিভাগে শোকের ছায়া নেমে এসেছে। তার মরদেহ গ্রামের বাড়িতে পাঠানো হয়েছে।
শরণখোলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডাঃ এসএম ফয়সাল আহমেদ জানান, বন কর্মকর্তাকে হাসপাতালে আনার আগেই মারা গেছেন।
এছাড়া বর্তমানে সারা দেশেই করোনার প্রাদুর্ভাব থাকায় তিনি করোনাভাইরাস সংক্রমিত কিনা নিশ্চিত হওয়ার জন্য তার নমুনা সংগ্রহ করে রাখা হয়েছে।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.